নিউইইয়র্কে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইনডোর রেস্তোরাঁ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিউইইয়র্কে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইনডোর রেস্তোরাঁ - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন

নিউইইয়র্কে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে ইনডোর রেস্তোরাঁ

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
করোনা সংক্রমণের আতংকে নিউইয়র্ক সিটির রেস্টুরেন্টগুলোর ভেতরে বসে আহার গ্রহণের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হলো। রেস্টুরেন্ট এবং বারের ভেতরে পানীয় পান ও খাবার গ্রহণের অনুমতি না থাকার সুফল ইতিমধ্যেই পাওয়া গেছে বলে জানালেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো।

নিউইয়র্ক সিটির ৮৬ হাজার রেস্টুরেন্টের বাইরে চেয়ার-টেবিল সাজিয়ে খাবার পরিবেশন করা হচ্ছে।

মেয়র বলেছেন, লকডাউন শিথিলের পর রেস্টুরেন্টগুলো চালু করায় অনেকের কাজে ফেরার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সাথে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণের লক্ষ্যও অর্জিত হয়েছে।

মেয়র উল্লেখ করেন, প্রতিটি রেস্টুরেন্টের সামনের রাস্তায় খাবার-দাবারের ব্যবস্থা অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো রাস্তা বন্ধ করা হবে রেস্টুরেন্টের স্বার্থে।

এদিকে, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, লুইজিয়ানা, টেনেসী, আলাবামা, আরকানসাস, মিসিসিপি প্রভৃতি স্টেটে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বৃদ্ধি পাবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিউইয়র্কের গভর্নর এ্যান্ড্রু ক্যুমো শনিবার বলেছেন, ‘বাস্তবতার আলোকে আমরা লকডাউন শিথিলের পরিক্রমা অনুসরণ করার সুফল পেলেও অন্য স্টেটসমূহের পরিস্থিতি একসময় আমাদেরকেও গ্রাস করতে পারে।

তাই প্রতিটি নাগরিককে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে চলতে। করোনায় জর্জরিত স্টেট থেকে কেউ এলে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। ঘরের বাইরে গেলেই মাস্ক পরতে হবে। অফিস-কর্মস্থলে মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। স্টেট গভর্নর উল্লেখ করেন, মাচ-এপ্রিল-মে পর্যন্ত আমরা যে ধরনের মহামারির কবলে পড়েছিলাম, তেমন অসহনীয় পরিস্থিতিকে কোনভাবেই আমন্ত্রণ জানাতে চাই না।

শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে এক লাখ ৩৯ হাজার জন এবং আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে সীমাহীন গড়িমসি যারা করছেন তারাই এখন আক্রান্ত হচ্ছেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360