কোয়ারেন্টাইন কাটিয়ে শুটিংয়ে ফিরলেন অপূর্ব-মেহেজাবিন - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
কোয়ারেন্টাইন কাটিয়ে শুটিংয়ে ফিরলেন অপূর্ব-মেহেজাবিন - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

কোয়ারেন্টাইন কাটিয়ে শুটিংয়ে ফিরলেন অপূর্ব-মেহেজাবিন

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক:
কোয়ারেন্টিন শেষ হয়েছে। পরপর দুই বার পরীক্ষায় কোভিড–১৯–এর ফলাফল এসেছে নেগেটিভ। আটকে থাকা ‘প্রাণ প্রিয়’ নাটকটির বাকি কাজ শেষ করতে শুটিংয়ে নামলেন অপূর্ব ও মেহ্‌জাবীন। আজ সোমবার বিকেল থেকে উত্তরার একটি হাউসে শুটিং শুরু করেছেন তাঁরা।

শুটিং শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক মিজানুর রহমান আরিয়ান। তিনি জানালেন, শুটিংয়ের আগে ২৭ জনের টিমের প্রত্যেকের আবার করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাই তাঁকে বাদ দিয়ে শুটিং শুরু করেছেন। তিনি বলেন, ‘২৬ জনের টিম নিয়ে উত্তরার একটি বাড়িতে বিকেল থেকে শুটিং শুরু করেছি। আজই নাটকটির শুটিং শেষ হয়ে যাবে। এই হাউসেই কাল অপূর্ব আর ফারিনকে নিয়ে আরেকটি নাটকের শুটিং শুরু করব।’

ইউনিটের সবার করোনা পরীক্ষার রিপোর্ট ‘নেগেটিভ’ নিয়ে ‘প্রাণ প্রিয়’ নাটকের শুটিং শুরু হয় ৭ জুলাই। ৮ জুলাই নাটকটির সেটে দুজনের কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে নাটকের টিমের সবাই শুটিং বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। কোয়ারেন্টিনের শেষ পর্যায়ে আবার তাঁদের সবার করোনা পরীক্ষা করা হয়েছে। একজন ছাড়া সবারই নেগেটিভ এসেছে।

উত্তরার একটি হাউসে শুটিং শুরু করেছেন অপূর্ব ও মেহ্‌জাবীন। ছবি: সংগৃহীত

কাজ শুরু করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে। কাজ করতে হবে। তবে এবার আরও সতর্ক হয়ে কাজ শুরু করলাম।’ এই অভিনেতা জানান, সুস্থ থাকলে ৩০ জুলাই পর্যন্ত টানা শুটিং করবেন তিনি।

মেহ্‌জাবীন বললেন, ‘কোয়ারেন্টিনে দুই বার করোনা পরীক্ষা করেছি। দুই বারই ফলাফল নেগেটিভ এসেছে। এ জন্য কাজ শুরু করলাম। কোয়ারেন্টিনে যাওয়ার আগে যতগুলো কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সব কটি তো এই অল্প সময়ে করা যাবে না। অনেক দিন কোয়ারেন্টিনে চলে গেল। দেখা যাক, ঈদের আগপর্যন্ত কতগুলো কাজ করা যায়।’

গতবারের চেয়ে এবার আরও সতর্ক হয়ে শুটিং করছেন বলে জানালেন পরিচালক। বললেন, ‘১০ দিনের জন্য একটি শুটিংবাড়ি ভাড়া করা হয়েছে। শুটিং শেষে শুধু পরিচালক ও অভিনয়শিল্পীরা বের হতে পারবেন। একেক দিন একেকজন পরিচালক ও শিল্পীর কাজ হবে এখানে। ইউনিটের অন্যরা ১০ দিন একদমই বের হতে পারবেন না। ওই হাউসেই সবাইকে রাতে থাকতে হবে।’

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360