বিনোদন ডেস্ক:
করোনা পরিস্থিতির আগে থেকেই খুলনায় নিজের গ্রামের বাড়িতে রয়েছেন জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। পরিবার নিয়ে সেখানে ভালোই সময় কাটছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকার। তবে মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকায় ফেরার। কিছু নাটক ও ওয়েব সিরিজে কাজের কথাও হয়েছিল তার। নতুন চলচ্চিত্র নিয়েও আলোচনায় বসার কথা ছিল তার। কিন্তু সেটা আর হয়নি। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় নাটক ও ওয়েব সিরিজের শুটিং বাতিল করেছেন তিনি। ঈদের আগে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন পপি।
এ বিষয়ে তিনি বলেন, সহসাই ফেরা হচ্ছে না কাজে। কারণ দিন দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়নি। আমি ভেবেছিলাম পরিস্থিতি ভালোর দিকে যাবে। তাই কাজের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। আমি এমন পরিস্থিতিতে কাজ করতে চাচ্ছি না। কারণ আমার সঙ্গে আমার পরিবারের সুরক্ষাও জড়িত। পরিস্থিতি ভালো হলে অনেক কাজ করা যাবে। তাই আপাতত ঢাকায়ও ফিরছি না।
আরো খানিক অপেক্ষা করতে চাই। খুলনায় সময় কেমন কাটছে জানতে চাইলে পপি বলেন, আসলে অনেকটাই বন্দি জীবন এখন সবাই কাটাচ্ছে। আমিও তাই। আমি নিজেও ক্যামেরার সামনে আসার জন্য উন্মুখ হয়ে আছি। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হলে সে সাহস পাচ্ছি না। আর এখানে খুলনায় আমার গ্রামের বাড়িতে অত্যন্ত সুন্দর পরিবেশ। এখানে পরিবারের সবাই রয়েছেন। সবার সঙ্গে ভালো সময় কাটাচ্ছি।
চার মাসেরও বেশি সময় হয়েছে এখানে এসেছি। ভালো আছি সবার সঙ্গে। তবে সবার মতো আমিও চাই এই অস্বাভাবিক পরিস্থিতির অবসান হোক। আবার সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। পরিস্থিতি ভালো না হলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থাও খারাপের দিকে যাবে। সেটা আমরা কেউই চাই না। তাই মনে প্রাণে দোয়া করছি করোনা পরিস্থিতি দূর হোক। সবাই আবার আমরা যেন কাজে ফিরতে পারি। এটাই চাওয়া।
সেরা নিউজ/আকিব