যেভাবে ব্যক্তিগত সুরক্ষায় ব্যবহার করবেন ক্রোমের নতুন ফিচার ফ্ল্যাগশিপ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যেভাবে ব্যক্তিগত সুরক্ষায় ব্যবহার করবেন ক্রোমের নতুন ফিচার ফ্ল্যাগশিপ - Shera TV
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

যেভাবে ব্যক্তিগত সুরক্ষায় ব্যবহার করবেন ক্রোমের নতুন ফিচার ফ্ল্যাগশিপ

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

সেরা টেক ডেস্ক:

ব্যবহারকারীকে বিপজ্জনক ফর্ম পূরণের মাধ্যম তথ্য চুরি থেকে বাঁচাতে নতুন ফিচার নিয়ে কাজ করছে গুগল ক্রোম।

ক্রোমের এই ফ্ল্যাগ ফিচার “ঝুঁকিপূর্ণ” সাইট গুলোর স্বয়ংক্রিয় তথ্য পূরণ থেকে ব্যবহারকারীকে ব্যক্তিগত তথ্যের হ্যাকিং-এর হাত থেকে সুরক্ষা দিবে। খবর টেকডোজের

এই ফ্ল্যাগ ফিচার “ডিজেবল অটোফিল ফর মিক্সড ফরমস” নামে আসবে এবং ফিচারটি সকল ধরনের তথ্য (যেমন- ইমেইল আইডি, এক্সেসিং অ্যাড্রেস) স্বয়ংক্রিয়ভাবে পূরণ থেকে রক্ষা করবে। তবে এই সুরক্ষা কেবল মাত্র এইচটিটিপি সাইটগুলোর জন্য প্রযোজ্য হবে।

এই ফ্ল্যাগ ফিচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঝুঁকিপূর্ণ কোন সাইট পরিলক্ষিত করলে ব্যবহারকারীকে সতর্কবার্তা পাঠাবে।

সতর্কবার্তায় তথ্য চুরি, ফাঁস এবং হ্যাক হওয়ার সম্ভাবনার কথা “ফর্মে পূরণকৃত তথ্য অনিরাপদ সংযোগের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে এবং আপনার তথ্য যেমন- আপনার পাসওয়ার্ড, ইমেইল, বার্তা বা ক্রেডিট কার্ডের বিবরণ ইত্যাদি প্রেরণ করা হতে পারে, যা তৃতীয় পক্ষের কাছে ফাঁস হতে পারে” এমন ভাবে উল্লেখ থাকবে।

সতর্কবার্তায় ব্যবহারকারীর জন্য ২টি অপশন দেওয়া হবে। তিনি চাইলে ফর্ম পূরণ করে সাবমিট করতে পারবেন অথবা তথ্য সুরক্ষায় তিনি সাইটে প্রবেশ থেকে বিরত থাকতে পারবেন।

ফ্ল্যাগ ফিচারটি স্বয়ংক্রিয় তথ্য পূরণের বিরুদ্ধে হলেও ভেরিফাইড এবং নিরাপদ সাইটের ক্ষেত্রে স্বয়ংক্রিয় তথ্য পূরণে কোন সমস্যা ছাড়াই কাজ করবে।

ব্যবহারকারীরা এই ফ্ল্যাগ ফিচার চালু করতে চাইলে গুগল Chrome 86 Canary-এর সার্চ বারে chrome://flags লিখে এন্টার দিয়ে “Disable autofill for mixed forms” এবং “Mixed forms interstitial” নামে ফাইল দু’টি আনেবল করে দিলেই এই সেইফটি ফিচারটি অন হয়ে যাবে।

অক্টোবরের শেষ দিকে এই ফ্ল্যাগ ফিচার চালু করবে ক্রোম। লিনাক্স, অ্যান্ড্রোয়েড, ম্যাক এবং উইন্ডোজ ব্যবহারকারীরা এই সুবিধাটি উপভোগ করতে পারবেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360