ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালির রাজধানী রোমের বিভাগীয় অঞ্চল লাতসিওতে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। যার মধ্যে ১৩ জন ভিনদেশী নাগরিক বলে জানা গেছে। এরমধ্যে ৯ জনই বাংলাদেশি বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, লাতসিও বিভাগে গত চব্বিশ ঘণ্টায় ১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৩ জন ভিনদেশী নাগরিক।
এরমধ্যে ৯ জন বাংলাদেশি, ২ জন ভারতের, তুরস্কের রয়েছেন ২ জন। বাংলাদেশি ৯ জনের মধ্যে ৬ জনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শেষ বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে রোমে ফিরেছেন।
এ বিষয়ে দেশটির করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এঞ্জেলা বেরল্লি বলেন, শুক্রবার সারাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫২ জন। এ নিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৫৯০ জনে পৌঁছেছে।
আর গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৫ জন। এনিয়ে দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৯৭ জন। এছাড়াও গত একদিনে সুস্থ হয়েছেন ৩৫০ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে চিকিৎসা নিচ্ছেন ১২ হাজার ৩০১ জন। এদের মধ্যে ৪৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, বর্তমানে দেশটিতে বাংলাদেশ ফেরত ও তাদের দ্বারা সংক্রমিত করোনা রোগীর সংখ্যা ১৮৫ জন।
সেরা নিউজ/আকিব