বিনোদন ডেস্ক:
বগুড়ার ‘ডিশ’ ব্যবসায়ী হিরো আলমকে নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন গার্মেন্টস ব্যবসায়ী নায়ক-প্রযোজক অনন্ত জলিল। হঠাৎ করে সিদ্ধান্ত বদলান তিনি। তবে ছবি না বানালেও সাইনিং মানি হিসেবে আলমকে দেওয়া ৫০ হাজার টাকা ফেরত না নেওয়ার ঘোষণা দেন অনন্ত। সেই ৫০ হাজারের সঙ্গে আরও ৫০ হাজার যোগ করে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন হিরো আলম।
আজ সোমবার বিকেলে ফোনে হিরো আলম জানান, বগুড়ার সারিয়াকান্দির ১০ গ্রামের ১০০ পরিবারের মধ্যে এক হাজার করে টাকা, কাপড় ও খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। বৃষ্টিতে ইঞ্জিনচালিত নৌকায় বন্যার্ত মানুষের জন্য তিনি নিয়ে গেছেন শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, আলু, তেল ও লবণ। আলম বলেন, ‘বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে, ভাবলাম নিজের অবস্থান থেকে তাঁদের জন্য কিছু করি। আমার পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের জন্য এটা ঈদ উপহার। সামর্থ্যের মধ্যে যা পেরেছি, তাই নিয়ে এই পরিবারগুলোর কাছে এসেছি। অনন্ত জলিলের কাছ থেকে সাইনিং মানি হিসেবে পাওয়া ৫০ হাজার টাকার সঙ্গে আরও ৫০ হাজার মিলিয়ে এক লাখ টাকার ত্রাণসামগ্রী নিয়ে এসেছি।’
তাঁকে সিনেমায় নেওয়া হচ্ছে না, এমনকি প্রযোজক জলিল সাইনিং মানি ফেরত নিচ্ছেন না। এ বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি আশরাফুল আলম। সংবাদমাধ্যমে তিনি জানান, অনেক চেষ্টা করেও জলিলের কাছ থেকে পাওয়া সাইনিং মানি ফেরত দিতে পারেননি আলম। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘টেকা তো দিতে চাইছি। অনেকবার নক করছি, মেসেজ করছি, বলছি, “ভাই, আপনে যে ৫০ হাজার টাকা পাবেন, ওটা আমি ফিরায়ে দিতে চাই। হোয়াটসঅ্যাপেও মেসেজ দিছি। কোনো উত্তর দেননি। সবকিছুরই ডকুমেন্ট আমার কাছে আছে। ভাবলাম ট্যাকাগুলো যেহেতু আমি রাখব না, দুর্গতদের সাহায্যে ব্যয় করি। তাঁদের কিছুটা হলেও উপকার হবে।’
পরে যদি জলিল টাকা ফেরত নিতে চান? আলম বলেন, ‘তিনি আমার কাছে এখনো চাননি। আমি টাকা ফেরত দিতে চাইছি, তারও উত্তর দেননি। তবে তাঁর আশপাশের অনেকে আমাকে বলেছে, কবে জলিলের টেকা ফেরত দেব? সবাইকে বলে রাখছি, পরে যদি তিনি (অনন্ত জলিল) বলে বসেন, আমাকে না বলে আমার টেকা তুমি ক্যান মানষেক দিলে? তাহলে সঙ্গে সঙ্গে ওই ৫০ হাজার টেকা আমি ব্যাক দিয়ে দেব।’
নিজের প্রযোজনায় গানের ভিডিও ও নাটকে অভিনয় করে একটি শ্রেণির কাছে পরিচিতি পান আশরাফুল আলম। ‘মার ছক্কা’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন, প্রযোজনা করেছেন ‘সাহসী হিরো আলম’ নামে একটি ছবি। সেই ছবিতে তিনিই নায়ক। ফেসবুকে বিভিন্ন সময় ভাইরাল আলম। গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এই আশরাফুল আলম।
সেরা নিউজ/আকিব