সেরা টেক ডেস্ক:
মেসেজিং অ্যাপ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে স্থান করে নিয়েছে ইতোমধ্যেই। এমনিতে এ অ্যাপে বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার রয়েছে, যার কারণে অনেকে একে হোয়াটসঅ্যাপের চেয়েও বেশ মজাদার অ্যাপ মনে করেন।
সম্প্রতি টেলিগ্রাম একটি নতুন আপডেট নিয়ে এসেছে, যাতে প্রোফাইল ভিডিও; ২ জিবি অবধি ফাইল শেয়ারিং ও মিনি-থাম্বনেইল ইত্যাদি নতুন ফিচার পাবেন ইউজাররা। আজকের আয়োজনে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের নতুন আপডেট নিয়ে বিস্তারিত লিখেছেন-
প্রোফাইল ভিডিও অপশন
ব্যবহারকারীরা এখন থেকে টেলিগ্রামে ফেসবুকের মতোই প্রোফাইলে ডিপি হিসেবে ভিডিও সেট করতে পারবেন। এছাড়া ভিডিও কাস্টমাইজেশনের জন্য একাধিক ফ্রেম টেম্পলেট পাওয়া যাবে। এখানে মিডিয়া এডিটর দেয়া হয়েছে, যার সাহায্যে ভিডিও কোয়ালিটি তো বাড়ান যাবেই, পাশাপাশি অ্যানিমেটেড স্টিকার যুক্ত করা যাবে। নতুন আপডেটের পর কেউ কোনো ছবি পাঠালে সেগুলোর থাম্বনেইল দেখা যাবে। এছাড়া পাওয়া যাবে ‘সফটেস্ট স্ক্রিন’ ফিচার, যা অ্যাপ্লিকেশনের ক্যামেরায় তোলা ফটোগুলোর উন্নত আউটপুট দেবে- এ ফিচারটি বিউটি মোডের মতো কাজ করবে।
ফাইল শেয়ারিং
নতুন এ আপডেটের পর মেসেজিং অ্যাপ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপকে বেশ টেক্কা দিয়েছে। হোয়াটসঅ্যাপে সর্বাধিক ১০০ এমবি সাইজের কোনো ফাইল শেয়ার করা যায় ও ভিডিও ফাইল শেয়ারের সাইজ লিমিট ১৬ এমবি। এক্ষেত্রে টেলিগ্রামের নতুন আপডেটে ব্যবহারকারীরা ২ গিগাবাইট সাইজের যে কোনো ফাইল পাঠাতে পারবেন। এর আগে এ অ্যাপে ১.৫ গিগাবাইট সাইজের ফাইল পাঠান যেত।
পিপল নেয়ারবাই
টেলিগ্রামের নতুন আপডেটে ‘হাউ ফার অ্যাওয়ে’ নামের একটি অপশন যুক্ত হয়েছে। এটি ব্যবহার করার জন্য কন্ট্যাক্টে গিয়ে ‘ফাইন্ড পিপল নেয়ারবাই’ অপশনে যেতে হবে এবং ‘মেক মাইসেল্ফ ভিজিবল’ অপশনে ক্লিক করতে হবে। এছাড়া এখন থেকে ডেস্কটপসহ ৩টি ডিভাইসে টেলিগ্রাম অ্যাকাউন্ট সাইন-ইন করে রাখা যাবে। নতুন আপডেটে টেলিগ্রাম গ্রুপ ইউজারদের জন্য এনেছে ড্যাশবোর্ড। আইকনগুলো নতুনভাবে ডিজাইন করা হয়েছে এবং ভিডিও কম্পোজার ইন্টারফেসও উন্নত করা হয়েছে। রয়েছে নতুন অ্যানিমেটেড ইমোজির সেটও।
সেরা নিউজ/আকিব