বিশেষ প্রতিবেদক:
আজ শুক্রবার ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্য ও ইউরোপ, কোরিয়াসহ নানান দেশে। তবে এবার ভিন্ন ধরনের ঈদুল আযহা উদযাপন করছে মুসলিম বিশ্ব। ঈদ মানে আনন্দ এই সার্বজনীন বাণীটি যেন এবার ঈদের জন্য বেমানান। নেই কোন কোলাহল, লকডাউন, চাকরিহীন জীবন দুর্বিষহ করে তুলেছে রেমিটেন্স সৈনিকদের।
বিশ্বব্যাপী করোনা মহামারী মানুষের জীবনকে পাল্টে দিয়েছে। বেসুরে করে তুলেছে জীবনের ছন্দকে। সুখ- আনন্দের পরিবর্তে বেঁচে থাকার সংগ্রাম যেন প্রতিবাদ্য ও মুখ্য হয়ে উঠেছে।
প্রবাসীদের মন ভালো নেই, চাকরি হারানোর কারণে অনেকেই বাড়িতে অর্থ পাঠাতে পারেননি, অনেকে ঘর ভাড়া দিতে পারেননি, বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারেননি, শহরে ঘর ভাড়া পরিশোধ করতে না পারায় পরিবার গ্রামে পাঠিয়ে দিয়েছে অনেকে। কোরবানির জন্য টাকা পাঠাতে পারেনি।
পৃথিবী লড়ছে অদৃশ্য এক ভাইরাসের সঙ্গে। পুরো স্থবির করে দিয়েছে পৃথিবীকে, ঘরবন্দি করে রেখেছে মানুষকে। তবে সবুজের পৃথিবী আবার হাসবে। পৃথিবী মুখরিত হবে অনাবিল আনন্দে। পবিত্র ঈদুল আযহার আলোয় দূরীভূত হবে সব অসুন্দর। এমনটাই আশা প্রবাসীদের।
সেরা নিউজ/আকিব