অনলাইন ডেস্ক:
ঈদ-উল আজহা উপলক্ষে কুরবানির পশু বিক্রির অনলাইন মার্কেটগুলোও ছিল জমজমাট। শুক্রবার পর্যন্ত দেশব্যাপী ২৭ হাজার পশু বিক্রি হয়েছে অনলাইনে। যার মোট বাজারমূল্য ২৫০ কোটি টাকা। ই-ক্যাব, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) এবং অনলাইনে পশু বিক্রির অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়াহেদ তমাল।
তিনি জানান, এর মধ্যে ই-ক্যাব সদস্যরা বিক্রি করেছে ৬ হাজার ৮০০ গরু, বিডিএফএ সদস্যরা বিক্রি করতে পেরেছেন ৯ হাজার ৫০০ গরু। আর সরকার পরিচালিত ডিজিটাল পশুর হাটের মাধ্যমে বিক্রি হয়েছে ৫০০টি গরু। জেলা পর্যায়ে অনলাইনে বিক্রি হয়েছে ৫ হাজার পশু।
সেরা নিউজ/আকিব