পদত্যাগ করলেন লেবাননের কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী নাসিফ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
পদত্যাগ করলেন লেবাননের কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী নাসিফ - Shera TV
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

পদত্যাগ করলেন লেবাননের কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী নাসিফ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
পদত্যাগ করেছেন লেবাননের কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সোমবার (০৩ আগস্ট) পদত্যাগপত্র জমা দিয়ে যান তিনি।

লেবাননের ঝানু কূটনীতিক পররাষ্ট্রমন্ত্রী নাসিফ হিট্টি পদত্যাগ করেছেন। সোমবার প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দিয়ে বেরিয়ে যান তিনি। আরব লিগে লেবাননের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা এ নেতা পদত্যাগপত্রে লেবাননকে ব্যর্থ রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেন ।

হিট্টি সরকারের অব্যবস্থাপনাকে দোষারোপ করেন। তিনি বলেন, দেশে কোন ধরনের সংস্কার নেই, সরকার দেশের অর্থনৈতিক সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে অদক্ষতার পরিচয় দিচ্ছে। এর প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, হিট্টির পদত্যাগপত্র সরকার গ্রহণ করেছে। তার স্থলে চার্বেল ওয়েহিবিকে নতুন পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে।

পদত্যাগপত্রে হিট্টি লেখেন– আমরা যে লেবাননকে ভালবেসেছিলাম, সে লেবানন এখন আর নেই। স্বপ্ন দেখেছিলাম একটি উন্নত ও সমৃদ্ধ লেবাননের। কিন্তু দিন দিন ব্যার্থ রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে এই লেবানন। সরকারের গাফিলতির কারণে দেশটি এ সংকট কাটিয়ে উঠতে পারছে না বলেও মত হিট্টির।

পদত্যাগের পর এক বিবৃতিতে নাসিফ হিট্টি বলেন, একজন নেতার নেতৃত্বে পরিচালিত লেবাননের জন্য কাজ করতে এই সরকারে যোগ দিয়েছিলাম আমি। কিন্তু আমি দেখলাম আমার দেশে নেতার অভাব নেই, এখানে চরম স্বার্থসংঘাত। জনগণকে উদ্ধারের জন্য যদি তারা ঐক্যবদ্ধ না হন, সবাইকে নিয়ে জাহাজে ডুবে যাবে।

গত জানুয়ারি মাসে হাসান দিয়াব প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার সময় থেকে নাসিফ হিট্টি লেবাননের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করে আসছিলেন।

নাসিফ হিট্টি বিবৃতিতে বলেন, কাঠামোগত ও পূর্ণাঙ্গ সংস্কার অর্জন, যার জন্য আমাদের সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আহ্বান জানাচ্ছে, তা বাস্তবায়নে সরকারের ভেতরে কার্যকর ইচ্ছার অনুপস্থিতির কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360