সেরা টেক ডেস্ক:
যুক্তরাষ্ট্রে একই সঙ্গে বন্ধ হচ্ছে চীনের দুইটি অ্যাপ টিকটক ও উইচ্যাট। এই অ্যাপ দুটি বন্ধে বৃহস্পতিবার (৬ আগস্ট) একটি নির্বাহী আদেশে সইও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন’র খবরে বলা হয়েছে আগামী ৪৫ দিনের মধ্যে মার্কিন কোন প্রতিষ্ঠানের কাছে অ্যাপ দু’টি বিক্রি না হলে স্বয়ংক্রিয়ভাবে এই আদেশ কার্যকর হয়ে যাবে বলে জানানো হয়েছে।
এর আগে গত রোববার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রে বন্ধের কবলে পড়তে যাওয়া টিকটক কিনতে আগ্রহ দেখায় মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। এর পরদিন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে এই কেনাবেচার চুক্তি শেষ করার সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর এক আকস্মিক বক্তব্যে টিকটক কেনাবেচার একটি বড় অংশ অর্থ মার্কিন কোষাগারে জমা দেয়ার কথা বলেন ট্রাম্প। এবং তার এই দাবির পেছনে যুক্তিও তুলে ধরেন তিনি।
ট্রাম্পের ওই নির্বাহী আদেশে বলা হয়েছে, উইচ্যাট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের বিপুল তথ্য সংগ্রহ করে চীনের কমিউনিস্ট পার্টির কাছে তা সরবরাহ করে।
সেরা নিউজ/আকিব