সেরা টেক ডেস্ক:
নিজেদের অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসে ফাইল শেয়ারের জন্য এয়ার ড্রপের মতো ফিচার আনছে অ্যান্ড্রয়েড।
ফিচারটির নাম হবে নিয়ারবাই শেয়ার। ফিচারটি দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যে ফাইল, ইমেজ, লিঙ্ক ও অন্যান্য কনটেন্ট সহজেই আদান প্রদান করা যাবে।
অ্যান্ড্রয়েড ৬ ও এর পরের সব সংস্করণে ফিচারটি চলবে। আগামী সপ্তাহে গুগল পিক্সেল ৪এ ও স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজের ফোন এটি পাওয়া যাবে। পরবর্তী সময়ে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোন পৌঁছে যাবে। ব্লুটুথ ও ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করবে নিয়ারবাই শেয়ার। হোম স্ক্রিন স্ক্রল আপ করলে নিয়ারবাই শেয়ার ফিচারটি দেখা যাবে। এতে ক্লিক করে অন্য অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল পাঠানো যাবে।
ফিচারটি ব্যবহার করলে ফাইল আদান-প্রদানের জন্য আর ই-মেইল বা ক্লাউড স্টোরেজের পেছনে ডেটা খরচ করতে হবে না। গুগল জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে ফিচারটি তৈরি করা হয়েছে। এক দশক আগে অ্যাপলের এয়ারড্রপ ফিচারটি প্রথম আসে ম্যাক কম্পিউটারে।
সেটা প্রায় ১১ বছর আগের কথা। সে সময় অ্যান্ড্রয়েড বিম নামে একই ধরনের একটি ফিচার আনে গুগল। তবে তা জনপ্রিয় হয়ে ওঠেনি।
সেরা নিউজ/আকিব