সানগ্লাসে আসছে ভিডিও কলের ফিচার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সানগ্লাসে আসছে ভিডিও কলের ফিচার - Shera TV
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

সানগ্লাসে আসছে ভিডিও কলের ফিচার

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

সেরা টেক ডেস্ক:
ভিডিও কল দেয়া আরও সহজ করতে স্মার্টগ্লাস আনতে যাচ্ছে ভারতের টেলিকম অপারেটর রিলায়েন্স জিও।

গ্লাসটির নাম দেয়া হয়েছে জিও গ্লাস। এ গ্লাসের মাধ্যমে সহজেই ভিডিও কল করা যাবে। আগামী বছর নাগাদ বাজারে আসবে এ স্মার্ট সানগ্লাস। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে, ২০২১-এ ব্যবসায়িকভাবে লঞ্চ হবে জিও গ্লাস। আবার এর দামও যথেষ্ট বেশি হবে বলেই রিপোর্টে জানানো হয়েছে।

এটি স্মার্টফোনের সঙ্গে যুক্ত করতে হয়। দ্য মোবাইল ইন্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, আপাতত গ্লাসের জন্য কনটেন্ট ইকোসিস্টেম ডেভেলপ করতে কাজ করা হচ্ছে। যতদিন না এটি তৈরি হয় ততদিন জিও গ্লাস আসবে না। বোসের ফ্রেম এবং স্ন্যাপচ্যাটের চশমা একসঙ্গে করলে যেরকম দেখাবে সেরকম দেখতে এ জিও গ্লাস। এ জিও গ্লাস ওজনে মাত্র ৭৫ গ্রামের মতো। জিও গ্লাসে আপনারা মাঝখানে একটি ক্যামেরা পাবেন।

এছাড়াও জিও গ্লাসে আপনারা বিল্ট-ইন স্পিকার পাচ্ছেন এবং সঙ্গে থাকছে ব্যাটারি। এ ব্যাটারি চশমার দুটি হাতলে আটকানো রয়েছে। এ জিও গ্লাস ডিভাইসে এইচডি কোয়ালিটি ভিডিও এবং সব ধরনের অডিও ফরম্যাট সাপোর্ট করে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360