টিকা আবিষ্কারের পরদিনই ১০০ কোটি টিকা আবিষ্কারের অর্ডার পেল রাশিয়া - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
টিকা আবিষ্কারের পরদিনই ১০০ কোটি টিকা আবিষ্কারের অর্ডার পেল রাশিয়া - Shera TV
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

টিকা আবিষ্কারের পরদিনই ১০০ কোটি টিকা আবিষ্কারের অর্ডার পেল রাশিয়া

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে বিশ্বে প্রথম হয়েছে রাশিয়া। দেশটির এ টিকার পরীক্ষা-নিরীক্ষা নিয়ে বিতর্ক থাকলেও এরই মধ্যে অন্তত ২০টি দেশ রাশিয়ার কাছে থেকে তা কেনার অর্ডার দিয়েছে। এসব দেশের কাছ থেকে ১০০ কোটি ডোজ টিকার অর্ডার পেয়েছে রাশিয়া। খবর আরটি নিউজ ও ওয়ালস্ট্রিট জার্নালের।

রাশিয়া জানিয়েছে, ২০টি দেশ টিকা পাওয়ার জন্য রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে এ অর্ডার এসেছে।

রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) সিইও কিরিল দিমিত্রিয়েভ জানান, এরই মধ্যে অন্তত ১০০ কোটি ডোজ টিকার অর্ডার গ্রহণ করেছেন তারা। তিনি বলেন, ‘রাশিয়া প্রতি বছর ৫০ কোটি ডোজ টিকা উৎপাদন করবে। রাশিয়ায় তৈরি টিকা দেশের মধ্যেই ব্যবহার করা হবে। আর অন্যান্য দেশের পাওয়া অর্ডারগুলোর টিকা বিদেশের মাটিতেই উৎপাদিত হবে।’

দিমিত্রিয়েভ আরও বলেন, ‘রাশিয়া বিশ্বাস করে, করোনা টিকার ক্ষেত্রে বিশ্বের সব প্রান্তের মানুষের সমান অধিকার থাকতে হবে। এই বিশ্বাস থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য টিকার ক্ষেত্রে মানবিক সহায়তা প্রকল্পও হাতে নেবে রাশিয়া। যাতে এসব দেশের মানুষ স্বল্প বা বিনামূল্যে টিকা পেতে পারে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার তার দেশের তৈরি নভেল করোনাভাইরাসের টিকার অনেুমোদন দেন। এটিই বিশ্বের প্রথম করোনার টিকা। পুতিন জানান, তার নিজের মেয়ের দেহে এ টিকা প্রয়োগ করা হয়েছে। এই টিকা স্থায়ী ও টেকসইভাবে করোনা প্রতিরোধে সক্ষম।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মস্কোর গামেলিয়া ইনস্টিটিউট যৌথভাবে টিকাটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি টিকার নামকরণ করেছে ‘স্পুটনিক-৫’। ১৯৫৭ সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে মহাকাশে স্পুটনিক নামে একটি স্যাটেলাইট পাঠিয়েছিল রাশিয়া। করোনা টিকার নামও রাখা হয়েছে সেখান থেকে অনুপ্রাণিত হয়ে।

তবে এতো তড়িঘড়ি করে রাশিয়ার তৈরি টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে পশ্চিমা দেশগুলোর বিজ্ঞানীদের সংশয় রয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-বিতর্ক। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) এ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চালাচ্ছে।

মঙ্গলবার জেনেভায় এক অনলাইন ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিক বলেন, ‘ক্লিনিক্যাল ট্রায়ালে যে কোনো ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতার জন্য প্রয়োজনীয় সব তথ্যের কঠোর পর্যালোচনা ও মূল্যায়ন জড়িত। রাশিয়ার ভ্যাকসিনের বিস্তারিত তথ্য নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360