সেরা টেক ডেস্ক:
বাজারে ছাড়ার মাত্র তিন মিনিটের মধ্যেই নির্দিষ্ট সংখ্যক ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ বিক্রি হয়ে গেছে। শুধু তাই নয়, অনলাইন মার্কেটপ্লেস দারাজের অনলাইন বিক্রয়ের ক্ষেত্রে রেকর্ডও তৈরি করেছে নতুন এ স্মার্টফোনটি। ৫ই আগস্ট বুধবার অনলাইন লঞ্চের মাধ্যমে বাংলাদেশের বাজারে ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’ নিয়ে আসে প্রতিষ্ঠানটি। এরপরই নতুন এই স্মার্টফোন অনলাইনে বিক্রির রেকর্ড গড়ল।
বাজারে লঞ্চ করার কয়েক মিনিটের মধ্যে স্টক শেষ হয়ে যাওয়া প্রসঙ্গে ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির বলেন, “বাংলাদেশের বাজারে অনলাইন ফোন বিক্রির রেকর্ডের অংশ হতে পেরে আমরা আনন্দিত। সমসাময়িক ট্রেন্ডকে লিড দেয়া ব্র্যান্ড ইনফিনিক্স নতুন দুটি সংস্করণ অনলাইনে লঞ্চ করার তিন মিনিটের মধ্যেই দারাজে থাকা স্টক শেষ হয়ে গেছে। আশা করছি সারা দেশে হট ৯ প্লে বেশ সাড়া ফেলবে। ইতিমধ্যে সর্বাধুনিক ও শক্তিশালী সব ফিচার, স্বতন্ত্র ডিজাইনের ইনফিনিক্সের ‘হট ৯ প্লে’-এর দুটি সংস্করণই ব্যবহারকারীদের কাছ থেকে চমৎকার সাড়া পেয়েছি।”
ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির আরো বলেন, “এ সপ্তাহের মধ্যেই স্মার্টফোনের নতুন দুটি সংস্করণের পরবর্তী স্টক বাজারে পাওয়া যাবে। আগ্রহী গ্রাহকরা ফোনটি কেনার জন্য অনলাইন মার্কেটপ্লেস দারাজে আগামী ১৪ই আগস্ট পর্যন্ত প্রি-বুকিং করার সুযোগ পাবেন।”
ইনফিনিক্স সবচেয়ে বেশি বিক্রিত হট সিরিজে নতুন সংস্করণ শক্তিশালী ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারিসহ ৬.৮২ ইঞ্চি এইচডি সিনেমেটিক ডিসপ্লের ইনফিনিক্স ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটি দুটি সংস্করণে ছাড়া হয়।
বাংলাদেশের বাজারে ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটি মাত্র ৯ হাজার ৯৯০ টাকায় এবং ২ জিবি/৩২ জিবির সংস্করণটি মাত্র ৭ হাজার ৯৯০ টাকা পাওয়া যাবে।
সেরা নিউজ/আকিব