ঢাকা সিলেট মহাসড়কে একসঙ্গে ঝড়ল ৬ প্রাণ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
ঢাকা সিলেট মহাসড়কে একসঙ্গে ঝড়ল ৬ প্রাণ - Shera TV
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

ঢাকা সিলেট মহাসড়কে একসঙ্গে ঝড়ল ৬ প্রাণ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশার আরো ৩ যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগরের গজিয়া গ্রিনবার্ড কিন্ডার গার্ডেন স্কুলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৯৮৪৮) ও শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ ১১-৩৬৯১) চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এত ঘটনাস্থলে চালক জুনেদ আহমদ (৩০) নিহত হন। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নারী শিশুসহ সাতজনকে গুরুত্বর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।

আহতদের মধ্যে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাম্মনগ্রামের জাহাঙ্গির (২২) একই গ্রামের বড় বাড়ির ফজলু মিয়ার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২), তার শ্যালিকার মেয়ে কারিমা বেগমকে (৩) হাসপাতালে নেয়ার পর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া আদিবা বেগম নামে এক শিশু মারা গেছে।

এ ঘটনায় ব্রাম্মন গ্রামের কমরু মিয়ার পরিবারের নারীসহ আরও তিনজন গুরুত্ব আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পরে প্রায় সিলেট-ঢাকা মহাসড়কের এ অংশে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ও থানা পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

তাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল গিয়ে হাইওয়ে পুলিশের সহযোগিতায় একজনের লাশ উদ্ধারসহ গুরুত্ব আহত ৭ জনকে হাসপাতালে প্রেরণ করেছি।

শেরপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাস্থল থেকে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে আরও চারজনকে মৃত ঘোষণা করেছেন বলে জেনেছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360