নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরার ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে ১ম শ্রেণীতে পড়ুয়া এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ধর্ষক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাকে আটক করেছে। ওই কিশোর একই গ্রামের বাসিন্দা এবং ৭ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
মামলা ও ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার দিন সকালের দিকে শিশুটির বাবা-মা মাঠে কাজ করছিলেন। বাড়িতে একা পেয়ে ওই কিশোর খেলার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত এসে শিশুটিকে উদ্ধার করেন এবং ধর্ষককে আটক করে পুলিশকে খবর দেন।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে। ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।
সেরা নিউজ/আকিব