যে গাছ বাঁচে হাজার বছর - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যে গাছ বাঁচে হাজার বছর - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

যে গাছ বাঁচে হাজার বছর

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০

অনলাইন ডেস্ক:

* আফ্রিকান বাওবাব

ওপরের গাছটি আফ্রিকান বাওবাব গাছ। এ বৃক্ষ ২ হাজার বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। কিন্তু সম্প্রতি এ প্রজাতির অনেক প্রাচীন গাছ মারা গেছে। বিজ্ঞানীরা এর জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন। এ গাছটি নানা কাজে ব্যবহার করা হয়। এটি এমন ফল দেয় যাতে কমলার চেয়েও বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এর শেকড় থেকে লাল রং তৈরি করা যায়। ঝুড়ি ও দড়ির মতো নানা রকমের জিনিস তৈরি করা যায় এর বাকল দিয়ে।

* আলেরসা

গাছের নাম আলেরসা যা প্যাটাগোনিয়ান সাইপ্রেস নামেও পরিচিত। চিলি ও আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে এ গাছটি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয়, এ প্রজাতির সবচেয়ে পুরনো বৃক্ষটির বয়স আনুমানিক ৪ হাজার বছর। বিজ্ঞানীরা বলছেন, এ গাছটিতে এমন এক ধরনের রস আছে যা তাদের পচনের হাত থেকে রক্ষা করে। এমনকি পানিতে থাকলেও এই গাছ পচে না।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360