ডেস্ক রিপোর্ট:
করোনার ভুয়া রিপোর্ট তৈরি এবং রোগীদের থেকে বিপুল অর্থ আদায়সহ নানা অভিযোগের মামলায় রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমানসহ আটজনকে ফের দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন- রিজেন্ট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব হাসান, হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব, হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, প্রকল্প প্রশাসক মো. রাকিবুল হাসান ওরফে সুমন, মানবসম্পদ কর্মকর্তা অমিত বণিক, গাড়িচালক আবদুস সালাম ও হাসপাতালের কর্মী আবদুর রশিদ খান ওরফে জুয়েল।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর সহকারী পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম আসামি মিজানুর রহমানের সাতদিন এবং অপর সাত আসামির পাঁচদিন করে রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানে ভুয়া করোনা টেস্টের রিপোর্ট, চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। পরদিন রাতে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র্যাব। মামলায় ১৭ জনকে আসামি করা হয়।
সেরা নিউজ/আকিব