নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি সহোদর নিহত - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি সহোদর নিহত - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশি সহোদর নিহত

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২০

সেরা টেক ডেস্ক:

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ভাইসহ তিনজন নিহত এবং আরেক ভাইসহ দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানায়, বাফেলো থেকে নিউইয়র্কে ফেরার সময় রচেস্টার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মোজাম্মেল হক রাসেলের (৩০) চালানো গাড়ির সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগ তারুণ্য নামক একটি সংগঠনের নেতা রাসেল দুর্ঘটনাস্থলেই মারা যান। রাসেলের গাড়িতে থাকা ছোট ভাই হিমেল এ জয়ও (২৪) দুর্ঘনাস্থলে মারা যান।

এ সময় আরেক ভাই আনিসুল হক আপেল (২৩) এবং তাদের সঙ্গে থাকা কেনেডি অপিকে (১৮) নিকটস্থ স্ট্রং মেমরিয়্যাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকা মুক্ত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুলপথে চালানো গাড়ির ড্রাইভার ৮১ বছর বয়েসী চার্লস বারগারস্টোকও দুর্ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি ওহাইয়োর বাসিন্দা।

নিহত ওই দুই ভাই নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় সপরিবারে বসবাস করছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে সিটি থেকে ২৬০ মাইল দূর আরআইটির কাছে। তাদের বাবা সিরাজুল ইসলাম ভূইয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার সন্তান এবং নিউইয়র্কে বোর্ড অব ইলেকশন কমিশনের কর্মকর্তা।

সিরাজুল ইসলাম ভূইয়া অশ্রুসিক্ত কন্ঠে বলেন, ‘কদিন থেকেই ওরা বিশ্বখ্যাত নায়েগ্রা জলপ্রপাত দেখতে যাবার বায়না ধরেছিল। সেজন্যেই সেখানে গিয়েছিল। গভীর রাতে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হলো, যে জন্যে ওরা দায়ী নয়। টহল পুলিশ আমাকে টেলিফোনে জানায় যে, ভুলপথে আসা গাড়ির ড্রাইভার এজন্যে দায়ী।’

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360