সেরা টেক ডেস্ক:
বিভ্রাটের মধ্যে পড়েছে জিমেইল, গুগল ড্রাইভ ও ডক্সসহ গুগলের বেশ কিছু জনপ্রিয় সাইট। মেইল এবং এর সঙ্গে কোন ধরনের ফাইল সংযুক্ত করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন অনেকে।
বৃহস্পতিবার ২০ আগস্ট) এমন সমস্যার কথা উল্লেখ করে খবর প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।
গুগলের বিভ্রাটে পড়েছে বাংলাদেশেও। এ বিষয়ে পলাশ মাহমুদ নামের একজন বলেন, চার বার চেষ্টা করেও পূর্বের মেইল ফরয়োর্ড করতে পারেনি তিনি। এ রকম সমস্যায় পড়েছেন আরও অনেকে। কেউ কেউ টুইটারেও এ সমস্যার কথা তুলে ধরেছেন।
এদিকে, ডাউন ডিটেকটরের তথ্য অনুযায়ী, সমস্যার সূত্রপাত গুগল সার্ভারের বিভ্রাট থেকে। প্রায় ৬২ শতাংশ অভিযোগকারীই বলেছেন, তারা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না।
জিমেইলসহ তাদের অন্য সাইটের সমস্যা নিয়ে গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে বিষয়টি নিশ্চিত করেছে গুগল। সমস্যা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।ভারতীয় গণমাধ্যম বলছে, জিমেইলে এ ধরনের বিভ্রাট এবারই প্রথম নয়। চলতি বছরের জুলাই মাসেও ভারতের গুগল ব্যবহারকারীরা কয়েক ঘণ্টার জন্য বিপাকে পড়েছিলেন।
সেরা নিউজ/আকিব