ইন্টারন্যাশনাল ডেস্ক:
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতির পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী! এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে নয়া দিল্লির রাজনৈতিক মহলে। ভারতের সংবাদমাধ্যমের খবর, ঘনিষ্ঠ মহলে কংগ্রেস সভাপতির পদ ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, সোনিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ২৩ কংগ্রেস নেতার চিঠি। ওই চিঠিতে কংগ্রেস নেতাদের দাবি, আসন্ন একাধিক নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠনকে ঢেলে সাজাতে হবে। তৃণমূল পর্যায়ে কাজ করতে পারেন এমন নেতা নির্বাচিত করতে হবে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এমন পরিকাঠামো তৈরি করতে হবে। দেশের যুব সমাজ কংগ্রেসের ওপরে আস্থা হারাচ্ছে সাংগঠনিক দুর্বলতার কারণে। সংগঠনকে চাঙ্গা করতে ওপর থেকে ক্ষমতা ছাড়তে হবে। খবর জিনিউজের
কংগ্রেস নেতাদের ওই চিঠিতে লেখা হয়েছে, তাদের চিঠির লক্ষ্যে সোনিয়া বা রাহুল নন। তারা দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কংগ্রেসের সাংগঠনিক মরিচীকা বদলে ফেলা প্রয়োজন।
সূত্রের খবর, কংগ্রেস নেতাদের চিঠির বিষয়টি মেনে নিয়েছেন সোনিয়া গান্ধী। তিনিও চান সংগঠন পুনর্বিন্যাস হোক। ঘনিষ্ট মহলে সে কথা নাকি বলেওছেন সোনিয়া! সেখান থেকেই জল্পনার শুরু।
সেরা নিউজ//আকিব