সেরা নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা কেলিএ্যন কনওয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ৫৩ বছর বয়সী কনওয়ে জানান, চলতি মাসের শেষেই পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। নিজের সন্তানদের আরো বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কনওয়ে। তার ১৫ বছর বয়সী মেয়ে ক্লডিয়া কনওয়ের এক তিক্ত টুইটের পরপরই এ ঘোষণা দেন তিনি। ওই টুইটে ক্লডিয়া লিখেছিল, কনওয়ের কাজ তার জীবন ধ্বংস করে দিয়েছে। এদিকে, কনওয়ের স্বামী জর্জ কনওয়েও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রসঙ্গত, ট্রাম্পের একজন মুখ্য সমালোচক হিসেবে পরিচিত জর্জ। এ খবর দিয়েছে বিবিসি।
কনওয়ে সোমবার দেয়া বিবৃতিতে জানান, পদত্যাগের বিষয়টি সম্পূর্ণই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
যথাসময়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, আগামী বুধবার অনুষ্ঠেয় রিপাবলিকান কনভেনশনে বক্তব্য দেবেন কনওয়ে।
২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মুখ্য ভূমিকা রাখেন কনওয়ে। প্রথম নারী হিসেবে কোনো মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণায় সফলভাবে নেতৃত্ব দেন এই রিপাবলিকান কৌশলবিদ ও জনমত বিশেষজ্ঞ। হোয়াইট হাউজের জ্যেষ্ঠ এই উপদেষ্টা ট্রাম্পের প্রশাসনে বেশ প্রভাবশালী পদে দায়িত্ব পালন করছেন। বিপরীতে, তার স্বামী জর্জ দ্য লিংকন প্রজেক্টের একজন সহ-প্রতিষ্ঠাতা। প্রসঙ্গত, লিংকন প্রজেক্ট হচ্ছে একটি রিপাবলিকান একশন কমিটি। এই কমিটি আগামী নির্বাচনে ট্রাম্পের পুনঃনির্বাচন ঠেকাতে কাজ করছে।
সেরা নিউজ/আকিব