লাইফস্টাইল ডেস্ক:
যে টমেটো রান্নাঘরের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, সেই টমেটো কিন্তু রূপচর্চাতেও উপযোগী। টমেটোর এই বহুমুখী গুণের কথা কি আগে জানতেন? জেনে নিন টমেটোর উপকার ও রূপচর্চায় এর নানাবিধ ব্যবহার সম্পর্কে।
টমেটোর উপকারিতা ও ব্যবহার
১. টমেটোয় আছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টস। মুখে টমেটো বেটে মাখলে তা ন্যাচরাল ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করবে।
২. ডার্ক স্পট ও পিগমেন্টেশনও দূর করে টমেটো। টমেটোর পাল্পে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান রয়েছে, এর ফলে অ্যাকনের সমস্যাও কমে।
৩. টমেটো ত্বকের ইলাস্টিন ও কোলাজেন তৈরিও ত্বরান্বিত করে। ত্বক অকালে বুড়িয়ে যায় না। যদিও এখন বাইরে চড়া রোদে কেউই বেরচ্ছেন না, তবুও যাদের বাধ্য হয়েই নিয়মিত বেরতে হচ্ছে তাদের জন্যও টমেটো উপযোগী। রোদে পোড়া ত্বকে টমেটো লাগান, আরাম পাবেন।
৪. একটি টমেটো চটকে তাতে এক চা-চামচ মধু মেশান। মুখে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ডি-ট্যানিংয়ের আদর্শ সমাধান।
৫. অর্ধেক টমেটো নিয়ে সারামুখে মেখে নিন। নিয়মিত এমন করলে ত্বকের তেলতেলে ভাব কমবে, ওপেন পোরস বন্ধ হয়ে যাবে।
৬. পাতিলেবু, আইস কিউব, পুদিনাপাতা ও টম্যাটো একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। একঘণ্টা পরে ব্লেন্ডারে সব উপাদান মিশিয়ে নিন। মিশ্রণটিতে গ্র্যানুলার সুগার মিশিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ক্লেনজ়ার।
সেরা নিউজ/আকিব