ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালিতে গ্রীষ্মের ছুটিতে আবারো ভয়াবহভাবে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বাড়ায় আবারও আংশিক লকডাউন দেয়ার পরামর্শ দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরইমধ্যে করোনার প্রতিষেধকের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করেছে স্পাল্লানজানি হাসপাতাল।
ইতালিতে ‘ভ্যাকেশন বোনাসে’র কারণে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আয় অনুযায়ী প্রতি পরিবারকে ভ্যাকেশন বোনাস নামে দেশটির সরকারের দেয়া কুপনের মাধ্যমে নির্ধারিত কিছু আবাসিক হোটেলে দেড়শ থেকে পাঁচশো ইউরো পর্যন্ত খরচ করার সুযোগ রয়েছে।
বোনাস পেয়ে ছুটি কাটাতে অনেকেই ছুটে যান ভিন্ন কোন শহরে বা সমুদ্র সৈকতে। ইতালির পর্যটন এলাকাগুলো এখন লোকে লোকারণ্য। সমুদ্র সৈকত কিংবা কোন দর্শনীয় স্থানে গেলে দেখা মেলে শত শত পর্যটকের। এতে করোনা আবারও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা অনেকের।
তবে করোনার কারণে পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাবসায়িক মন্দা এখনো কাটেনি।
এদিকে, সোমবার থেকে ৯০ জন স্বেচ্ছাসেবীর শরীরে করোনার প্রতিষেধকের ক্লিনিক্যাল টেস্ট শুরু করেছে স্পাল্লানজানি হাসপাতাল। এই ভ্যাকসিন তৈরি করেছে ইতালীয় প্রতিষ্ঠান রেইথেরা।
দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা আবারও বাড়তে থাকলে নতুন করে আংশিকভাবে লকডাউন দেওয়া উচিত।
সেরা নিউজ/আকিব