অনলাইন ডেস্ক:
ইরানের বিরুদ্ধে নেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল নীতির কারণে যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে সারাবিশ্বে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস সম্প্রতি এমন মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প সরকারের ভুল নীতি যুক্তরাষ্ট্রকে অন্য সব দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। কমলা হ্যারিস বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করেছে ট্রাম্প প্রশাসন।
কিন্তু যুক্তরাষ্ট্র বাদে একটি মাত্র দেশ ওই প্রস্তাবে সমর্থন দিয়েছে। তিনি বলেন, আমি মনে করি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আমাদের দেশকে একাকী আমেরিকায় পরিণত করেছে। এটি আমাদের জাতীয় স্বার্থ কিংবা মিত্রদের স্বার্থ রক্ষা করতে পারেনি।
কমলা হ্যারিস বলেন, আমি কংগ্রেসের ইন্টেলিজেন্স কমিটিতে কাজ করেছি। আমি মনে করি আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমরা মিত্রদের কাছ থেকে বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন।
২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। ইরান শর্ত মানছে না অজুহাতে ওই বছর পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একই সঙ্গে আগের চুক্তি বাতিল করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন পারমাণবিক চুক্তি স্বাক্ষর করতে আগ্রহী বলে জানান তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এক খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্রের পক্ষে নিরাপত্তা পরিষদের একটি মাত্র অস্থায়ী দেশ ডোমিনিকান রিপাবলিক ভোট দিয়েছে। এই পরিষদের চার স্থায়ী সদস্য দেশসহ বাকি মোট ১৩ দেশ ভোটদানে বিরত থাকলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের ওই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরেও একের পর এক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
-সেরা নিউজ/আকিব