সেরা টেক ডেস্ক:
ব্যাটারিচালিত নতুন একটি ফেইস মাস্কের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয় প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এলজি।
এয়ার পিউরিফায়ার বা বাতাস শুদ্ধকারী ফেইস মাস্কটির ঘোষণা এসেছে গতকাল বৃহস্পতিবার। প্রতিষ্ঠানটি পরিকল্পনা করেছে আগামী সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিতব্য আইএফএ আয়োজনে এটি উন্মোচন করবে।
মাস্কটি যেকেনো বয়সের ব্যবহারকারীদের জন্যই ব্যাবহার উপযোগী হবে। এটি কানের পিছন থেকে যেভাবে সাধারণ মাস্ক ব্যবহার করা হয় তেমন ভাবেই করতে হবে।
এলজি বলছে, মাস্কটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন এইচইপিএ ফিল্টার রয়েছে। এটি বাতাসে থাকা মাইক্রোন ৯৯.৯৭ শতাংশ পর্যন্ত দূর করতে পারে।
করোনাভাইরাস মহামারির সময় এই মাস্ক অনেকটা জীবাণু প্রতিরোধে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।
অবশ্য এলজি মাস্কটি কবে বাজারে ছাড়বে কিংবা এর দাম কেমন হবে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি।
মাস্কটিতে থাকছে ৮২০এমএএইচের ব্যাটারি, দুটি ফ্যান এবং ফিল্টার রয়েছে। এর ব্যাটারি সক্ষমতা, উচ্চগতিতে টানা দুই ঘণ্টা। তবে নিম্ন গতিতে চালালে এটি আট ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে।
এর বাইরে অবশ্য আপনার শ্বাস-প্রশ্বাসের উপর ভিত্তি করে এর ফ্যানের পাওয়ার কমাতে বা বাড়াতে পারবেন।
মাস্কটি আসবে একটি কেসে যা দিয়ে ব্যাটারি চার্জ হবে। একই সঙ্গে এতে থাকা আল্ট্রা ভায়োলেট রশ্মি জীবাণুমুক্ত করতে পারবে।
সেরা নিউজ/আকিব