কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির নিন্দা - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির নিন্দা - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

কোরআন পোড়ানোর ঘটনায় ওআইসির নিন্দা

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সুইডেনের মালমো শহরে মুসলমাদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআনের কপি পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংগঠন (ওআইসি)।

এক বিবৃতিতে ওআইসি এ কাজকে উসকানিমূলক আচরণ হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার সকালে ডানপন্থি উগ্রবাদীরা শহরটিতে কোরআনের কপি পোড়ায়। খবর-ইয়েনি শাফাকের।

স্থানীয় একটি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মালমোর একটি পাবলিক স্কয়ারে তিন উগ্র খৃষ্টান কোরআনের একটি কপিতে লাথি মেরে অসাম্মান জানায়।

এর প্রতিবাদে প্রায় ৩০০ মানুষ একটি বিক্ষোভে অংশ নেয়। সেখান থেকে ২০ জনকে আটক করা হয়েছে।

ডেনমার্কের কট্টর দক্ষিণপন্থী রাজনীতিক রাসমুস পালাদুন কোরআন পোড়ানোর ওই ঘটনায় অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সুইডিশ পুলিশ তাকে ঢুকতে দেয়নি। তবে তার সমর্থকরা এরপরও কোরআন পোড়ানোর ঘটনায় অংশ নেয়।

রাসমুস পালাদুন কট্টর দক্ষিণপন্থী স্ট্রাম কুর্স দলের নেতা। ডেনমার্কে বর্ণবাদ এবং অন্যান্য অপরাধে তাকে এক মাসের জেল দেয়া হয়েছিল।

তার দলের সোশ্যাল মিডিয়া চ্যানেলে ইসলাম বিরোধী ভিডিও পোস্ট করার অভিযোগে তার সাজা হয়।

এদিকে, ওআইসির ইসলাম বিদ্বেষী অবজারভেটরি বডি সারা বিশ্বে এমন ইলমামফোবিয়া ঘটনা পর্যবেক্ষণ করছে। কোরআন পোড়ানো ঘটনায় সুইডিশ কর্তৃপক্ষের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ওআইসি।

বিবৃতিতে অবজারভেটরির পক্ষ থেকে সুইডেনের মুসলিমদের সংযম ও সংঘাত এড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360