রোগ প্রতিরোধ ক্ষমতা নারীদের চেয়ে পুরুষের কম - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
রোগ প্রতিরোধ ক্ষমতা নারীদের চেয়ে পুরুষের কম - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

রোগ প্রতিরোধ ক্ষমতা নারীদের চেয়ে পুরুষের কম

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:

নারীদের তুলনায় পুরুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৬ আগস্ট) বিজ্ঞান বিষয়ক সাময়িকী “নেচার” এর এক প্রতিবেদনে এ গবেষণাটি তুলে ধরে বলা হয়েছে, নারীদের শরীরে শক্তিশালী টি লিম্ফসাইটস তৈরি হয়, যেটি একধরনের শ্বেত-রক্তকণিকা, যা মূলত ভাইরাসকে শনাক্ত করে ও শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

গবেষণাটির প্রধান অধ্যাপক আকিকো আইওয়াসাকি বলেন, “কোভিড-১৯ এর ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে ভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে।”

গবেষণাটিতে বলা হয়েছে, ভিন্ন ধরনের রোগ-প্রতিরোধ ক্ষমতার প্রতিফলন ক্ষেত্রে দেখা যাচ্ছে করোনাভাইরাসের ক্ষেত্রেও। এ কারণেই বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৬০% পুরুষ।

গবেষণাটিতে আরও বলা হয়েছে, এমনকি বয়স্ক নারীদেরও টি-সেলটি অনেক শক্তিশালী হয়। অন্যদিকে, পুরুষের বয়সের সঙ্গে সঙ্গে টি-সেল দুর্বল হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ইয়েল নিউ হ্যাভেন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এমন ব্যক্তি, একইসঙ্গে যারা এ ভাইরাস দ্বারা সংক্রমিত হননি, সবার থেকেই রক্তের নমুনা, লালারস নিয়ে পরীক্ষা করা হয়।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360