বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই কোটি - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই কোটি - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই কোটি

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সোমবার (৩১ আগস্ট) সকাল পর্যন্ত আড়াই কোটি ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মারণঘাতী এই ভাইরাসে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৪৬ হাজার ৩৯৫ জনের মৃত্যু হয়েছে।

মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৯ লাখ ৯৬ হাজার ৪৩১ জন আক্রান্ত হয়েছেন। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক চতুর্থাংশ। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৬৬ জনের।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশসমূহের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩৮ লাখ ৬২ হাজার ৩১১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ৮২৮ জনের।

ব্রাজিলের পর এই তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত ৩২ লাখ ২১ হাজার ২৪৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার ৪৭০ জন।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360