নিউইয়র্কে ফের পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গের মৃত্যু - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
নিউইয়র্কে ফের পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গের মৃত্যু - Shera TV
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন

নিউইয়র্কে ফের পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গের মৃত্যু

সেরা টিভি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে পুলিশি নির্যাতনে আরও এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর খবর পাওয়া গেছে। গেল মার্চে এ ঘটনা ঘটলেও বুধবার ঐ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে। এদিকে, যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী আন্দোলন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী মাঠ।

কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক ও ব্রেয়োনা টেইলরকে গুলির ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করার দাবি জানিয়েছেন জরিপে এগিয়ে থাকা ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তবে সহিংসতা দমনে আবারও পুলিশ ও প্রশাসনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত মার্চে মানসিকভাবে অসুস্থ্য ড্যানিয়েল প্রুডকে সাহায্যের জন্য পুলিশকে ফোন করা হয়। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তাকে নিভৃত করার নামে মাটিতে ফেলে প্রুডের মাথা চেপে ধরে পুলিশ। এর এক সপ্তাহ পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৪১ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ। বুধবার বিষয়টি জানাজানি হলে অনলাইনে ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যেই পুলিশের বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরেন ড্যানিয়েল প্রুডের স্বজনরা।

এর আগে গত ২৩ আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন কৃষ্ণাঙ্গ জেকব ব্লেক তার আগে গত ১৩ মার্চ পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় গুলিতে গুরুতর আহত হন ব্রেয়োনা টেইলর। ব্লেক ও ব্রেয়োনাকে গুলির ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দাবি করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, আইনকে তার নিজের মতো চলতে দেয়া উচিৎ। ব্লেক ও ব্রেয়োনার ওপর নির্যাতনের ঘটনায় অন্ততপক্ষে মামলা হওয়া দরকার। পোর্টল্যান্ডে ট্রাম্পের এক সমর্থক ভ্যান থেকে গুলি চালিয়েছে। ভিড়ের মধ্যে কেউ একজন গুলি চালিয়ে হত্যা করেছে। তারও শাস্তি পাওয়া উচিৎ।

তবে পোর্টল্যান্ডসহ যুক্তরাষ্ট্রজুড়ে আন্দোলন দমাতে আবারও পুলিশি ভূমিকার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিনদের স্বার্থেই সবার আইন মেনে চলা উচিৎ।

এদিকে, আগামী তেসোরা নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে ভোটের মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ওপর পুলিশি নির্যাতনের জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক অধিকার আন্দোলনের নেতা তৃতীয় মার্টিন লুথার কিং। তিনি বলেন, রাজনীতিবিদরা কৃষ্ণাঙ্গদের ভোটদানে বিরত রাখার চেষ্টা চালিয়ে গেলেও ভোটের মাধ্যমে জবাব দেবে মার্কিনরা।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360