ইন্টারন্যাশনাল ডেস্ক:
জার্মানিতে একটি অ্যাপার্টমেন্ট থেকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর হাসলেডেল এলাকায় আবাসিক ব্লক থেকে মরদেহগুলো উদ্ধার করা।
জার্মান নিউজ ওয়েবসাইট বিল্ডে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পাঁচ শিশুর বয়স এক থেকে আট বছর। আর ১১ বছর বয়সী ষষ্ঠ শিশু বেঁচে গেছে।
শিশুদের বাবা-মা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তাদের মা ডুসেলসর্ফের ট্রেন স্টেশনে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বিল্ডকে বলেছেন, আমরা এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। ওই মাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সেরা নিউজ/আকিব