সেরা নিউজ ডেস্ক:
করোনা মহামারিতে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিভিন্ন খাতে ২০ লাখ কর্মী ছাঁটাই হয়েছে।
এর মধ্যে বিনোদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ছাঁটাই হয়েছে ৪০ শতাংশ কর্মী।
চাকরির বিষয়ে নানা পরামর্শ দানকারী প্রতিষ্ঠান গ্লোবাল আউটপ্লেসমেন্ট ফার্মের সাম্প্রতিক একটি রিপোর্ট বলছে, আগস্টে বিভিন্ন খাত ৫৬ শতাংশ কর্মী ছাঁটাই হয়েছে।
যা জুলাইয়ের চেয়ে কম করে হলেও গেলো বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। আগস্টে ১ লাখ ১৬ হাজার কর্মী ছাঁটাই হয়েছে।
চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত কর্মী ছাঁটাই হয়েছে ১৯ লাখ ৬৩ হাজার। এর আগে ২০০১ সালে সবশেষ সারা দেশে ১৯ লাখ ৫৬ হাজার কর্মী ছাঁটাই হয়েছিলো। মহামারিতে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ৩২ শতাংশ সংকুচিত হয়েছে।
সেরা নিউজ/আকিব