যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে প্রভাব ফেলবে ভারত! - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে প্রভাব ফেলবে ভারত! - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে প্রভাব ফেলবে ভারত!

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব আছে বলে নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা ভোট দেবেন বলে দাবি করেছেন ট্রাম্প নিজে। তার ছেলে ডোলান্ড ট্রাম্প জুনিয়রের নেতৃত্বে এরই মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের কাছে ভোটপ্রচারণা শুরু হয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নিজের বন্ধুত্বের সম্পর্ক টেনে আনেন ট্রাম্প। তিনি বলেন, তারা যৌথ র‌্যালি করেছেন। মোদির সঙ্গে তার এমন র‌্যালি হয়েছে যুক্তরাষ্ট্রে আবার ভারতেও। এরফলে ভারতীয় মার্কিনিরা তাকে সমর্থন দেবেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
ট্রাম্প বলেছেন, ভারত থেকে আমাদের দৃঢ় সমর্থন আছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে আমার প্রতি কড়া সমর্থন আছে। আমি মনে করি, জনগণ বিশেষ করে ভারতীয়রা ট্রাম্পকে ভোট দেবেন। ওদিকে ছেলে ডোনাল্ড ট্রাম্প ও তার পার্টনার কিমবারলি গিলফোলে নিজেদেরকে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তারা ট্রাম্প-মোদি র‌্যালির ভিডিও ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন। এর মধ্য দিয়ে তারা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদেরকে ডেমোক্রেট শিবির থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করছেন। জরিপে বলা হচ্ছে, তারা তা অনেকটা সফলভাবে করতে পারছেন।

তবে তারা যেসব এলাকায় প্রচারণা চালাচ্ছেন তা নিয়ে মন্তব্য করেছেন অনেক শিক্ষাবিদ। তারা বলেছেন, যে পরিমাণ ভোটার মন পরিবর্তন করছেন তাদের সংখ্যা মার্জিনাল বা প্রান্তিক। এখনও ডেমোক্রেটদের সেখানকার তিন ভাগের দুই ভাগেরও বেশি ভোটার পছন্দ করে। ট্রাম্প বলেছেন, আমি ভারতকে জানি। আমি জানি কিমবারলি, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভানকা ট্রাম্পকে। তারা খুবই উত্তম যুব শ্রেণির। ভারতের সঙ্গে তাদের সম্পর্কও চমৎকার, এটা আমার সঙ্গেও।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আগামী ৩রা নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ১৮ লাখ মার্কিন বৈধ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় ৫ লাখ ভোটার বসবাস করেন ব্যাটলগ্রাউন্ট হিসেবে পরিচিত রাজ্যগুলোতে।

সেখানে খুব অল্প সংখ্যক ভোটার মত পরিবর্তন করলেই নির্বাচনে বড় ব্যবধান সৃষ্টি হয়ে যেতে পারে। এসব ভারতীয় যেদিকে মোড় নেবেন, তারা বিজয়ী হয়ে সংশ্লিষ্ট রাজ্যের সব ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে যেতে পারে। ২০১৬ সালের নির্বাচনে প্রায় ১০ হাজার ভোট বেশি পেয়ে মিশিগানে নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। এর ফলে ওই রাজ্যের মোট ১০টি ইলেকটোরাল ভোট পান তিনি এবং নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই ফল। এ জন্যই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভোটারদের মন জয় করার জন্য রিপাবলিকান এবং ডেমোক্রেটরা উঠেপড়ে লেগেছে। নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন হয়তো তার রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী নির্বাচনে সেই তুরুপের তাসটিই চেলেছেন। তিনি বেছে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি কমালা হ্যারিসকে। এর মধ্য দিয়ে তিনি ভারতীয় মার্কিনীদের ভোট কব্জা করার চেষ্টা করেছেন।

তবে ভারত কানেকশন নিয়ে গর্বিত ট্রাম্প বলেছেন, হিউজটনে আমাদের অনুষ্ঠান হয়েছে আপনারা জানেন। (ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সেই আয়োজন ছিল বিশাল এবং এতে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেছেন-) ওই অনুষ্ঠান ছিল চমৎকার। ভারতের প্রধানমন্ত্রী মোদি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেও বিশাল আয়োজন করা হয়েছিল। সেটাও ছিল এক অবিশ্বাস্য রকম বড় আয়োজন। প্রধানমন্ত্রী ছিলেন উদার। ভারত থেকে আমরা বিশাল সমর্থন পেয়েছি। মোদির কাছ থেকে বিশাল সমর্থন পেয়েছি।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360