যুক্তরাজ্যে করোনায় নতুন সংক্রমণ - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
যুক্তরাজ্যে করোনায় নতুন সংক্রমণ - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে করোনায় নতুন সংক্রমণ

সেরা টিভি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

সেরা নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে রোববার (৬ সেপ্টেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যা ২৩ মে এর পর অর্থাৎ ১০৭ দিনের মধ্যে সর্বোচ্চ। শনিবার সেখানে আক্রান্ত হয়েছিল ১ হাজার ৮১৩ জন। খবর আল জাজিরার।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক খুবই উদ্বিগ্ন। তিনি জানিয়েছেন নতুন সংক্রমণে তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে।

তিনি বলেছেন— আপনার বয়স কতো এটা কোনো ব্যাপার না। যেকোনো বয়সের যেকেউ করোনা আক্রান্ত হতে পারে। আপনার মাধ্যমে অন্যদের মধ্যে ছড়াতে পারে। আপনি যদি বয়সে তরুণ হন তাহলে অনুরোধ করবো আপনার মাধ্যমে যাতে আপনার দাদা-দাদী অথবা নানা-নানী আক্রান্ত না হন। সুতরাং আমাদের সকলের উচিত সামাজিক দূরত্ব মেনে চলা।

রোববার প্রায় ৩ হাজার আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ১৫২ জন। আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়েনি মৃতের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে মাত্র ২ জন। এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪১ হাজার ৫৫১ জন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360