বিনোদন ডেস্ক:
অনেক ভক্ত আছেন, যারা প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলতে চান। ভক্তদের সেই সুযোগ করে দেবে ট্রুফ্যান অ্যাপ। রণবীর সিং, থেকে কারিনা কাপুর, হৃত্বিক রোশন থেকে টাইগার শ্রফ। যার সঙ্গে কথা বলতে চাইবেন সহজেই কথা বলতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
এই প্ল্যাটফর্ম প্রসঙ্গে এটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শ্রী নিমিশ গোয়েল বলেন , ‘আমি বিরাট কোহলির একজন একান্ত অনুরাগী এবং তার সঙ্গে দেখা করার সুযোগ পাওয়ার জন্য একবার অযাচিতভাবে এক বিয়েবাড়িতে ঢুকে গিয়েছিলাম। যদিও এটি একটি অতি স্মরণীয় মুহূর্ত ছিল, আমি জানতাম যে সবার পক্ষে এমন করা সম্ভব নয়।’
‘ট্রুফ্যান-এর সাহায্যে আমরা লাখ লাখ ফ্যানকে সঠিক উপায়ে তাদের আদর্শ ব্যক্তিদের সঙ্গে কথা বলিয়ে দিতে সাহায্য করতে চাই। আমরা রণবীর সিং, কারিনা কাপুর, হৃতিক রোশন, টাইগার শ্রফের মতো সুপারস্টারদের আমাদের প্ল্যাটফর্মে অংশীদার করতে পেরে উৎফুল্ল এবং এমন আরও অনেক নামিদামি সবার পরিচিত ব্যক্তিদের সঙ্গে জুটি বাঁধতে চলেছি।’
ট্রুফ্যান-এর অংশীদার রনি স্ক্রুওয়ালা বলেন , ‘আমাদের মধ্যে এক বৃহৎ জনগোষ্ঠী রয়েছেন যারা জীবনের সবক্ষেত্রে এবং ৯৯.৯% সময়ে তারকাদের আদর্শ মনে করেন এবং অত্যন্ত ভালোবাসেন। এই ভালোবাসার পথটি একমুখী। ট্রুফ্যান এই পটপরিবর্তনের জন্য এক সময়োচিত অফার নিয়ে এসেছে । এটি একান্ত উৎসাহী এবং অনুরাগী ও তাদের স্বপ্নের ব্যক্তিদের মধ্যে একে ওপরের সঙ্গে সংযোগকারী হিসেবে কাজ করবে এবং এটির মাধ্যমে মেগাস্টাররা তাদের অনুরাগীদের অর্থাৎ ফ্যানদের সঙ্গে যোগাযোগ করতেও পারবেন।’
এ প্রসঙ্গে রণবীর সিং বলেন, ‘ট্রুফ্যান খেলার মধ্য দিয়ে ফ্যান-সেলিব্রিটি সম্পর্ককে একটি অনন্য এবং আকর্ষক মাত্রা দিয়েছে। এটি একটি নিমগ্নকারী এবং অত্যন্ত আকর্ষক প্ল্যাটফর্ম এবং আমি এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’ কারিনা কাপুর বলেন, ‘আমি ভাগ্যবান যে আমার পুরো কেরিয়ার জুড়ে অনুরাগীদের ভালোবাসা পেয়েছি এবং এখন আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পাচ্ছি।’
টাইগার শ্রফ বলেন , ‘আমার অনুরাগীরা আমাকে সর্বদা সমর্থন ও উৎসাহ দিয়ে আসছেন। আমি ভালোবাসি তাদের হৃদযয়ের সঙ্গে যুক্ত থাকতে এবং ট্রুফ্যান আমাকে এটি করতে সহায়তা করে। আমি এই প্ল্যাটফর্মের অংশীদার হতে এবং আমার ভক্তদের আরও কাছাকাছি থাকতে পেরে খুশি।’
হৃতিক রোশন বলেন , ‘ভারতীয় দর্শকদের কাছে ট্রুফ্যান এর সূচনা খুবই আনন্দের বিষয়। এর সঙ্গে যুক্ত হওয়ায় ভৌগলিক সীমানা অতিক্রম করে আমার দর্শকদের সঙ্গে এক ব্যক্তিগত সম্পর্কের বন্ধন তৈরি করা সম্ভব হবে। এমন ভার্চুয়াল ইন্টারফেস প্ল্যাটফর্ম তৈরির ভাবনাকে আমার অভিনন্দন।’
সেরা নিউজ/আকিব