অনলাইন ডেস্ক:
দরজায় কড়া নাড়া শুরু করেছে প্রেসিডেন্ট নির্বাচন। তাই নিয়েই ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে এক পাকিস্তানি নারীর দাবিতে রীতিমতো হইচই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ওই নারী দাবি করেছেন, ট্রাম্পই তার বাবা।
সাংবাদিকদের ওই নারী বলেন, “ডোনাল্ড ট্রাম্পই আমার আসল বাবা। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও রীতিমতো ঝড় তুলেছে।
ওই নারী আরও বলেন, “ট্রাম্প আমার মাকে সবসময় দায়িত্বজ্ঞানহীন বলতেন। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হত। দুজনের সেই ঝগড়া শুনে-শুনে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। বাবার সঙ্গে আমার খুব দেখা করতে ইচ্ছা করে।”
উল্লেখ্য, ২০১৫ সাল থেকেই একের পর এক নারীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কেলেঙ্কারির কথা উঠে আসে। এমনকি পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসও তার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন। কিন্তু এবারই প্রথম কোনো ভিনদেশি নারী ট্রাম্পকে নিজের বাবা বলে দাবি করলেন।
সেরা নিউজ/আকিব