রোববার রাতে সিরাজগঞ্জ সদরের রাজাখার চর গ্রামে এ জরিমানা করেন জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। অর্থদণ্ডিত ওই গ্রামের মো. দেলোয়ার হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান জানান, মো. দেলোয়ার হোসেনের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে মারিয়ার সঙ্গে কামারখন্দের তেঘরী গ্রামের আ. ছাত্তারের ছেলে আবুল হাসেমের বিয়ের আয়োজন হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের টের পেয়ে বর পক্ষের লোক পালিয়ে যায়। তবে বাল্যবিয়ের আয়োজনের দায়ে কনের বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, কনের বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। তিনি ভুল বুঝতে পেরে মেয়েকে প্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অঙ্গীকার করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদফতরের ক্রেডিট সুপারভাইজার মো. বাবুল আক্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।