সেরা নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ নভেম্বর। এরই মধ্যে মার্কিন রাজনৈতিক অঙ্গনে শুরু হয়ে গেছে প্রচার-প্রচারণা। এই নির্বাচনে জয়ী হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনালাড ট্রাম্প।
বৃহস্পতিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমি দ্বিতীয়বার নির্বাচিত হলে প্রথম মাসেই ইরানের সঙ্গে চুক্তি করবো এবং ফিলিস্তিনকে আবারো গুঁটিয়ে ফেলা হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে বছরে ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করতো। তবে কিছুদিন আগে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ফিলিস্তিনি শান্তি চায় না। এছাড়া ইরানের জিডিপি ২৫ শতাংশ কমে যাওয়ায় ট্রাম্প আশা করছেন দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে আবারো সফল দেশ হবে।
সেরা নিউজ/আকিব