অনলাইন ডেস্ক:
নিজের ছেলের দাঁতভাঙা নাম রেখেছেন মার্কিন কোটিপতি ও স্পেসএক্স কর্ণধার ইলন মাস্ক। তিনি নিজের ছেলের নাম রেখেছেন X Æ A-12 মাস্ক।
সম্প্রতি জার্মানিতে একটি সাক্ষাৎকারে তাকে তার ছেলের নাম জিজ্ঞাসা করা হয়। কিন্তু তা উচ্চারণ করতে গিয়ে নিজেই প্রথমে থতমত খান ইলন।
বিবিসির একটি প্রতিবেদন অনুসারে, মে’তে ইলন মাস্ক জানিয়েছিলেন, তার প্রেমিকা গ্রিমস পুত্র সন্তানের জন্ম দিয়েছে। নিজের ছেলের নামও প্রকাশ করেছিলেন তিনি।
কিন্তু এই নামের উচ্চারণ কী হবে? যে যে ভাবে পারছেন উচ্চারণ করছেন। নাম নিয়ে নেটদুনিয়ায় রসিকতাও হচ্ছে প্রচুর। কেউ বলছেন, এ তো নাম নয়, পাসওয়ার্ড! এটা সত্যিকারের নাম না কোডনেম?
সেরা নিউজ/আকিব