যুক্তরাষ্ট্রে দাবানলের আগুনে ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
যুক্তরাষ্ট্রে দাবানলের আগুনে ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই - Shera TV
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে দাবানলের আগুনে ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
San Miguel County Firefighters battle a brush fire along Japatul Road during the Valley Fire in Jamul, California on September 6, 2020 - The Valley Fire in the Japatul Valley burned 4,000 acres overnight with no containment and 10 structures destroyed, Cal Fire San Diego said. (Photo by SANDY HUFFAKER / AFP)

সেরা নিউজ ডেস্ক:
দাবানলে পুড়েই চলেছে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অরেগন এবং ওয়াশিংটনের ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। আর অরেগন অঙ্গরাজ্যে দুর্যোগ সহায়তায় অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যতদূর চোখ যায় কেবল ধ্বংসস্তূপ। আগুনে পুড়ে ছাই বিস্তীর্ণ এলাকা। ঘর-বাড়ি, দোকানপাট সবকিছু শেষ। স্থানীয় বহু বাসিন্দার সাজানো স্বপ্ন এখন অতীত। নতুন নতুন অঞ্চলে ছড়াচ্ছে আগুন, স্থানীয়রা ছুটছেন নিরাপদ আশ্রয়ে। আর যারা বেশকিছুদিন ধরে অন্যত্র আছেন তারা বাড়ি ফিরতে মরিয়া। তবে এ আগুন আদৌ নিভবে কিনা তা নিয়ে শঙ্কিত তারা।

স্থানীয় এক লোক বলেন, আমার সব শেষ, বাড়ি, খামার সব। আমার এলাকা ছেড়ে অন্য এলাকায় গেলাম। সেখানেও আগুন লাগলো। সেটাও ছেড়ে এলাম। এভাবে আর কতদিন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, অরেগন এবং ওয়াশিংটনের ৪৫ লাখ একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ৬ হাজার ২শ বাড়ি এবং স্থাপনা পুড়ে গেছে। এর ,মধ্যে অনেক ঐতিহাসিক স্থাপনাও আছে। দমকলকর্মীদের প্রানান্ত চেষ্টাও ব্যর্থ হচ্ছে বাতাসের তোড়ে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা করছে গৃহহারাদের প্রয়োজনীয় সহায়তা দেয়ার।

এক স্বেচ্ছাসেবী বলেন, যখন মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন তাদের প্রয়োজন হয় খাদ্য আর আশ্রয়ের। এখানে আমরা প্রায় ১শ জনের আশ্রয়ের ব্যবস্থা করতে পেরেছি। বহু মানুষ নিজ খরচে হোটেলে থাকছেন। তাদের আর্থিক অবস্থাও খারাপের দিকে।

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তার বাড়ি ক্যালিফোর্নিয়ায়। তিনি বলেন জলবায়ু পরিবর্তন মোকাবিলাই এখন বড় ইস্যু।

কমলা হ্যারিস বলেন, আমাদের বুঝতে হবে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া খুব খারাপ। প্রচণ্ড তাপ, খরা, বজ্রপাতে প্রতি বছরই এমন দাবানলের মুখে পড়ে এ অঙ্গরাজ্যসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি অঙ্গরাজ্য। এ দেশের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। জলবায়ু পরিবর্তন ইস্যুকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।

এদিকে, অরেগন অঙ্গরাজ্য দুর্যোগ মোকাবিলায় তহবিলে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের দিন ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে ট্রাম্প বলেছিলেন আগুন একা একাই নিভে যাবে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360