লাইফস্টাইল ডেস্ক:
ফাউন্ডেশন লাগালেই মুখ ফ্যাকাশে বা তেলতেলে দেখায়? চলুন, জেনে নেওয়া যাক কার্যকর কয়েকটি উপায়
ভাল মেক-আপের ভিত্তি সঠিক বেজ। আর বেজ নিখুঁত করতে হলে চাই সঠিক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পরিমাণ, ফিনিশ, শেড, ব্লেন্ডিং, সব ঠিকঠাক হলে তবেই বেজ পারফেক্ট হবে। আর এরমধ্যে কোনও একটায় গলদ থাকলে হয় মুখ কালো দেখাবে, নয় ফ্যাকাশে। হয় তেল চপচপে, নয় একেবারে রুক্ষ।
ফাউন্ডেশন লাগালেই মুখ ফ্যাকাশে বা তেলতেলে দেখায়? কোনও ভুল করছেন নাতো বেজ মেক-আপের ক্ষেত্রে? চলুন, জেনে নেওয়া যাক কার্যকর কয়েকটি উপায়।
ফাউন্ডেশন লাগানোর পদ্ধতি
১.ত্বকের ধরন যেমনই হোক না কেন প্রথমে ত্বক ভালভাবে পরিষ্কার করে ময়শ্চারাইজার লাগান। নাহলে ফাউন্ডেশন ব্লেন্ড করতে অসুবিধা হবে।
২.এবার পালা প্রাইমারের। ম্যাট, স্যাটিন, গ্লোয়ি, ফাউন্ডেশনের যেমন ফিনিশ চান, তেমন প্রাইমার লাগান। ফাউন্ডেশন যদি খুব ম্যাট মনে হয়, সেক্ষেত্রে তা ব্যালান্স করতে আগে পার্ল ফিনিশ প্রাইমার লাগান। এতে ত্বক গ্লো করবে।
৩.ময়শ্চারাইজার, প্রাইমার ও ফাউন্ডেশন লাগানোর মাঝে অন্তত ২ মিনিট গ্যাপ রাখুন।
৪.একবারে অনেকটা ফাউন্ডেশন নেবেন না। প্রথমে এক ড্রপ নিন। এবার মুখের মাঝের অংশে তা ডট করে লাগান। ব্লেন্ড করার সময় মুখের বাইরের দিকে সার্কুলার মোশনে ব্লেন্ড করুন। যদি প্রয়োজন হয়, আবারও একড্রপ নিয়ে ব্লেন্ড করুন।
৫.মেক-আপ ফ্ললেস দেখানোর প্রধান অস্ত্র ব্লেন্ডিং! আর এক্ষেত্রে মেক-আপ টুলসও গুরুত্বপূর্ণ। যদি হাই কভারেজ চান, তাহলে ব্রাশ ব্যবহার করুন। ন্যাচারাল ফিনিশ চাইলে ভিজে স্পাঞ্জ ব্যবহার করা ভাল।
৬.মুখে লাগানো ফাউন্ডেশন ব্লেন্ড করার সময় প্রথমে ঘষবেন না। একই জায়গায় চেপে চেপে ফাউন্ডেশন ব্লেন্ড করুন। মুখের মাঝের অংশে ফাউন্ডেশন ভালভাবে ব্লেন্ড হলে ব্রাশ বা স্পাঞ্জ মুখের বাইরের অংশে চেপে চেপে লাগান। এতে মেক-আপ খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে।
৭.মুখের যে যে অংশে কনসিলার ব্যবহার করবেন, অর্থাৎ কপাল, নাকের ব্রিজ, থুতনি, চোখের নীচের অংশে অতিরিক্ত ফাউনডেশন লাগাবে না। এমনকী নাও লাগাতে পারেন। তবে যদি কনসিলার ব্যবহার করতে না চান, তাহলে সাধারণভাবেই ফাউন্ডেশন ব্লেন্ড করুন।
৮.ব্লেন্ডিং করতে সময় নিন। ৫ মিনিট, ৭ মিনিট, ১০ মিনিট, যতক্ষণ সময় লাগে নিন। তাড়াহুড়ো করবেন না। আয়নায় দেখে যতক্ষণ না তা নিজের ত্বকের মতো মনে হচ্ছে, ততক্ষণ ব্লেন্ড করতে থাকুন।
ব্লেন্ডিং ঠিক হলেই দেখবেন বেজ মেক-আপের পরীক্ষায় ফুল মার্কস পেয়ে গিয়েছেন!
সেরা নিউজ/আকিব