অনলাইন ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্কের প্রয়োজন অপরিসীম। মহামারি ঠেকাতে মাস্ক না পরলে শাস্তির বিধানও চালু করেছে অনেক দেশ। তবে এক্ষেত্রে এক অভিনব পন্থা অবলম্বন করেছে ইন্দোনেশিয়া। মাস্ক না পরার শাস্তিস্বরূপ করোনাভাইরাসে মৃতব্যক্তির কবর খুঁড়তে হচ্ছে দেশটির সাধারণ নাগরিকদের।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর দেশটির পশ্চিম জাভার গ্রেসিক রেজেন্সির কারমে জেলায় তিনজন প্রাপ্তবয়স্ক পুরুষসহ ৮/৯ জনকে মাস্ক না পরার অপরাধে এ অভিনব শাস্তি দেওয়া হয়।
এ মাসের শুরুর দিকে দেশটির রাজধানী জাকার্তাতেও অনেকটা কাছাকাছি পদ্ধতি অনুসরণ করা হয়। মাস্ক না পরেই বাইরে ঘোরাঘুরির অপরাধে একজনকে রীতিমতো খোলা আকাশের নিচে মাস্ক পরিয়ে কফিনের ভেতর শুয়ে থাকতে বাধ্য করা হয়।
যদিও এত পদ্ধতি অনুসরণ করার পরও এ মাসে দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।
তবে দেশটির করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের শাস্তির বিষয়টি সাধারণ মানুষ মেনে নিয়েছে বলে জানিয়েছে কারমি জেলাটির প্রধানব্যক্তি।
সেরা নিউজ/আকিব