বিচ্ছেদের ভিরে যেভাবে টিকিয়ে রাখবেন সম্পর্ক - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
বিচ্ছেদের ভিরে যেভাবে টিকিয়ে রাখবেন সম্পর্ক - Shera TV
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন

বিচ্ছেদের ভিরে যেভাবে টিকিয়ে রাখবেন সম্পর্ক

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:

মিডিয়া পাড়ায় যখন একের পর এক বিচ্ছেদ হতে থাকে। আমরা ভাবতে থাকি, কেন এমন হয়? কিন্তু মিডিয়ার মানুষগুলোর অনেক খবর জানা গেলেও, এই অস্থির সময়ে এসে সাধারণ অনেক ঘরেও নিয়মিতই চলে সংসার বা সম্পর্ক ভাঙা-গড়া।

আর এই মহামারি করোনাও যেন সেই প্রবণতা কমাতে পারেনি একটুও। এজন্য আজকাল ভাবতে হয়, সম্পর্ক টিকিয়ে রাখার কিছু সূত্রও। সূত্র মানে কোনো অংকের হিসাব নয়, জীবন চলার জন্যও প্রয়োজন একটি সুস্থ সম্পর্ক।
সম্পর্ক স্থায়ী ও সুখী করতে উদ্যোগী হতে হয় দু’জনকেই। বিশেষজ্ঞরা বলেন, যদি একজনও সম্পর্কের ক্ষেত্রে নিচের বিষয়গুলো মেনে চলেন, তবে অন্যদের চেয়ে নিজের সম্পর্ককে আলাদা করতে পারবেন।

বিবাহিত জীবনকে আরও সুন্দর এবং সুখী হতে যে বিষয়গুলোর চর্চা করতে হবে:

সততা
সম্পর্কের ক্ষেত্রে মূল স্তম্ভ হচ্ছে সততা। প্রতিটি সম্পর্কের বিষয়ে সততা দেখাতে হবে। একজনকে অন্যজনের অনেক কাছে নিয়ে আসবে যখন সে বলতে পারবে,‘যাই হোক তুমি আমার সম্পর্কে সত্যটাই জানবে’।

ক্ষমা
একদিনে কোনো সম্পর্ক গড়ে ওঠে না। কোনো ভুল হলে প্রথমেই সম্পর্ক ভেঙ্গে দেওয়ার চিন্তা না করে সংশোধনের সুযোগ দিতে হবে।
  
বোঝাপড়া
স্বামী-স্ত্রীর মধ্যে চমৎকার বোঝাপড়া থাকাটা খুব জরুরি।

বিশ্বাস 
এমন কিছু কখনো করা যাবে না যাতে করে দু’জনের মধ্যে বিশ্বাস নষ্ট হয়ে যায়। শুধুমাত্র অবিশ্বাসই একটি সম্পর্ক ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।
সময় কাটানো
একসঙ্গে সময় কাটাতে আগ্রহী হতে হবে। দুজনের একান্ত সময়টুকু আনন্দময় করে তুলতে নতুন নতুন পরিকল্পনা করতে হবে।
বন্ধুত্ব
‘বিয়ের আগে আমরা খুব ভালো বন্ধু ছিলাম’। তো, বিয়ের পরে কী হলো? বিয়ের পর সম্পর্কটাকে আরও মজবুত করতে চাই দুজনের নিবিড় বন্ধুত্ব।
ধৈর্য
দাম্পত্য জীবনের পুরো সময়টাই হানিমুন মুডে থাকতে পারবো…এটা ভাবলে বড় ধরনের ধাক্কা খেতে হতে পারে। দুঃসময় আসতে পারে, এমন অবস্থায় ভেঙ্গে না পড়ে ধৈর্য ধরতে হবে।
এক বিয়েতে বিশ্বাস
এক সঙ্গীর সঙ্গেই সারাজীবন কাটানোর জন্য মনস্থির করতে হবে।  
ভালোবাসা 
সব সম্পর্কের মূলে থাকে ভালোবাসা। সঙ্গীর জন্য ভালোবাসা থাকতে হবে এবং সেই ভালোবাসার প্রকাশও করতে হবে।
মিলন
বিয়ের কিছুদিন পরই অনেকের কাছে সম্পর্ক একঘেঁয়ে মনে হয়। এক্ষেত্রে নিজেদের মাঝে নিয়মিত শারীরিক সম্পর্ক হওয়াটাও কিন্তু দাম্পত্য জীবনে সুখী হওয়ার অন্যতম শর্ত। মিলনে শুধু নিজের নয় সঙ্গীর চাহিদা ও ইচ্ছার বিষয়েও গুরুত্ব দিতে হবে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360