নিজস্ব প্রতিবেদক: চিকিৎসাধীন অবস্থায় বরিশাল জেলা ছাত্রলীগ সহ সভাপতি সাদ্দাম হোসাইন মৃত্যুবরন করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়ালিল্লাহি রাজিউন)। রাজধানীর হার্ট ফাউন্ডেশন অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আত্মীয়স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন সরকারি বিএম কলেজের তুখোড় প্রতিবাদী ছাত্রনেতা সাদ্দাম হোসাইন। তার হার্টে রিং বসানোর কথা ছিল তাই বেশ কয়েকদিন যাবৎ তিনি হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন।
অকুতোভয় এই ছাত্রনেতা দলের দুর্দিনে রাজপথ কাপিয়েছে দলকে করেছে সুসংগঠিত, তার নেতৃত্ব ও দক্ষতার বলে পেয়েছিলেন বরিশাল জেলা ছাত্রলীগ সহ সভাপতির পদ। কিন্ত নিয়তির নির্মম পরিহাসে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে অকালেই পাড়ি জমালানে পরপারে। ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসাইনের মৃত্যুর খবরে বরিশালের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া বইছে। দুই সন্তানের জনক সাদ্দাম তার স্ত্রী , সন্তান আত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী ও রাজনৈতিক কর্মী রেখে গেছেন।
সাদ্দামের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট একেএম জাহাঙ্গীর , বরিশাল মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা। এক শোক বার্তায় সাদ্দামের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তারা।