সেরা নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার অন্তত ৪টি অঙ্গরাজ্যে শুরু হয় ভোটগ্রহণ। নিজেকে আবারও পুননির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশকে আবারও আগের জায়গায় প্রতিষ্ঠিত করতে যোগ্য প্রার্থীকে ভোট দানে ভোটারদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন।
শুক্রবার যুক্তরাষ্ট্রের মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও উইওমিংয়ে অঙ্গরাজ্যে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল থেকেই ভোটকেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। করোনার কারণে নেয়া হয় বাড়তি সতর্কতা।
এদিন মিনেসোটায় নির্বাচনী সমাবেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতবার অল্প ভোটের ব্যবধানে অঙ্গরাজ্যটিতে হারলেও এবার তা পুনরুদ্ধারে কর্মী সমর্থকদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে বলেন তিনি। একইসঙ্গে প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ক্ষমতায় এলে মিনোসোটা ধ্বংস হয়ে যাবে বলেও অভিযোগ করেন ট্রাম্প।
একইদিন মিনেসোটায় নির্বাচনী প্রচারণা চালান ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও। ডোনাল্ড ট্রাম্প মার্কিনদের জীবন অনিশ্চিতায় ফেলে দিয়েছেন উল্লেখ কোরে তিনি বলেন, সময় এসেছে পরিবর্তনের। সবাই মিলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বাইডেন বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছি, শুধুমাত্র ডেমোক্র্যাট দলের নয়। যদি আমরা বিশ্ব শাসন করতে চাই তাহলে আমাদের সবাইকে এক হতে হবে। আমি মনে করি আপনারা এর জন্য প্রস্তুত। অযোগ্যদের হাতে ক্ষমতা থাকলে দেশ আরও পিছিয়ে যাবে।’
এদিকে, আগাম ভোট শুরু হওয়ায় মানুষদের সচেতন করতে সেচ্ছাসেবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
সেরা নিউজ/আকিব