সিরিয়া ইস্যুতে তুরষ্কের উপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়ার কুর্দিদের সাথে যুদ্ধ বিরতির বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠকের পর এ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
হোয়াইট হাইজে সংবাদ সম্মেলনে ট্রাম্প অবশ্য বলেছেন, তুরস্ক যদি অপছন্দনীয় কোনো কাজ করে, তাহলে আবারও অবরোধ আরোপ করা হতে পারে।
চলতি মাসের ৯ তারিখ সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অভিযান শুরু করে এরদোয়ান বাহিনী। এর পাঁচদিন পর তুরস্কের ওপর অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।
এদিকে কুর্দিদের সদরদপ্তর দখল করে পতাকা উড়িয়েছে এসডিএফ ও এরদোয়ানের বাহিনী।
উল্লেখ্য ,সিরিয়া ইস্যুতে প্রথম থেকেই তুরস্ক ও আমেরিকা বিপরীতধর্মী পন্থা অবলম্বন করে আসছে ।