আসন্ন ভারত – বাংলদেশ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী টেস্ট দল ঘোষনা করেছে স্বাগতিক ভারত।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি, কূলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদবদের বিশ্রাম দেওয়া হলেও টেস্টে এদের সবাই আছেন। ব্যাটসম্যানদের মধ্যে অধিনায়ক কোহলি ছাড়াও আছেন স্বপ্নের মতো দক্ষিণ আফ্রিকা সিরিজ কাটানো রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি ও শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচি টেস্টে চোটের কারণে বাদ পড়া কূলদীপ যাদব বাংলাদেশের বিপক্ষে ফিরছেন, ফলে বাদ পড়েছেন সেই টেস্টে কূলদীপের বিকল্প হিসেবে খেলা শাহবাজ নাদিম। কূলদীপ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ভারতের স্পিন আক্রমণে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পেস আক্রমণে চোটের কারণে জসপ্রীত বুমরা নেই, এ ছাড়া বাকি সবাই-ই আছেন। উমেশ যাদব, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামিকে পেসার হিসেবে দলে রাখা হয়েছে।
১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে ইন্দোরে। ২২ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হবে কলকাতায়। কলকাতার টেস্ট ম্যাচটি দিবা-রাত্রির হতে পারে।
ভারতের টেস্ট দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল, ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা।