বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সভাপতি পদে লড়ছেন দুই জনপ্রিয় তারকা নায়িকা মৌসুমী ও খল অভিনেতা মিশা সওদাগর। নির্বাচনের আগে একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও ভোটের মাঠে এসে দেখা গেল ভিন্ন চিত্র!
প্রতিদ্বন্দ্বী সভাপতি এই দুই প্রার্থীকে শুক্রবার দুপুর ২ টার দিকে একসঙ্গে দেখা গেলো শিল্পী সমিতির সামনে। দু’জনই বেশ হাস্যোজ্জ্বল। আড্ডায় মেতে আছেন তারা। বোঝা যাচ্ছিল তারা না কতদিনের ভালো বন্ধু!
মিশা সওদাগর মৌসুমীকে নিজের বন্ধু দাবি করেছেন গণমাধ্যমের কাছে। তিনি বললেন, ‘সে আমার বন্ধু। দীর্ঘদিন একই জায়গায় কাজ করছি। বহু ছবিতে একসাথে অভিনয় করেছি। সে জয়ী হলে আমি তাকে সহযোগিতা করবো।
আজ শুক্রবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির কার্যালয়ে সকাল ৯টায় ভোট শুরু হয়। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এবার সমিতির ২১টি পদের মধ্যে নির্বাচন হচ্ছে ১৮টি পদের। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি তিন পদের প্রার্থীকে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
সেরা নিউজ/আকিব