সেরা নিউজ ডেস্ক:
বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলা মাসখানেকের মধ্যেই সম্পূর্ণ স্বচালিত ইলেকট্রিক গাড়ির সফটওয়্যার অবমুক্তির প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে এর ড্রাইভার-এইড সফটওয়্যার অটোপাইলট বেটা।
এ সফটওয়্যারের মাধ্যমেই ৮টি ক্যামেরার চোখে থ্রিডি ভিডিওতে সামনে-পেছনে এবং আশপাশের বস্তুকে চিনতে পারেব টেসলা মডেল থ্রি গাড়ির অটোপাইলট। আগামী ৩ বছরের মধ্যেই ২৫ হাজার ডলারে পুরোপুরি স্ব-চালিত এ গড়িটি বাজারে ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্লেইড পাওয়ারটেইন ব্যাটারির মডেল এস গাড়িটি ছুটবে ঘণ্টায় ২০০ মাইল গতিতে।
ব্যাটারি ডে ২০২০ এবং টেসলা ই-মোটরসের শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় দেয়া প্রেজেন্টেশনে এমন পরিকল্পনার কথা তুলে ধরেন মাস্ক। ইতোমধ্যে টেসলার গাড়ির ব্যাটারি ক্ষমতা বেড়েছে ৫০ শতাংশ।
এক বছরের মধ্যে পাইলট প্ল্যান্টে ঘণ্টায় ১০ গিগাওয়াট সেলের নতুন ব্যাটারি উৎপাদন করা হবে। সভায় মাস্ক জানান, মহামারী সত্ত্বেও চলতি বছরে টেসলার গাড়ি সরবরাহ গত বছরের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।
সেরা নিউজ/আকিব